শুধু রোহিত শর্মা নন, টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই ৩ ক্রিকেটারও

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য কোন দুঃস্বপ্নের চেয়েও কম নয়। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে হারের পর ভারতীয় দলের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। শেষমেশ আফগানিস্তানে উপর ভরসা রেখেও বড় ধাক্কা খায় দলটি। এই টুর্নামেন্টের পর ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ উভয়ই বদলাতে চলেছেন।

নামিবিয়ার সাথে লিগের শেষ ম্যাচ খেলে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শেষ হয়। তবে এই ফরম্যাটে আর বিরাট কোহলিকে অধিনায়কত্ব করতে দেখা যাবে না। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক রোহিত শর্মাকে ভাবা হলেও আরও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন অধিনায়ক হিসেবে উপযুক্ত।

T20 World Cup: Team India players wear black armbands to pay tribute to  Tarak Sinha | Cricket - Hindustan Times

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই একজন নতুন অধিনায়ককে বেছে নেবেন। তবে রোহিতের অধিনায়ক হওয়ার পথে তার বয়স নিয়ে টিম ম্যানেজমেন্ট চিন্তিত, এই ক্ষেত্রে আরও ৩ জন তরুণ খেলোয়াড় অধিনায়কত্ব পাওয়ার আশায় রয়েছেন।

১) রোহিত শর্মা:

Rohit Sharma Becomes 3rd Batsman To Score 3000 Or More Runs In T20Is

বর্তমান সহ অধিনায়ক রোহিত শর্মা হতে পারেন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক। নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রথম পছন্দ রোহিত শর্মা। এছাড়াও বড় বড় টুর্নামেন্ট জিততে তিনি পারদর্শী। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়। একইভাবে জাতীয় দলের হয়ে তিনি এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির মত বড় টুর্নামেন্ট জিতেছেন। ধোনির মতো শান্ত সৃষ্ট স্বভাবের অধিনায়ক বলে মনে করা হয় তাকে।

২) কে এল রাহুল:

WATCH: KL Rahul recollects failing to see MS Dhoni at MCG - The SportsRush

বিরাট কোহলির পর সীমিত ওভারের নতুন অধিনায়ক হিসেবে কে এল রাহুল ভাল বিকল্প হতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্স প্রশংসনীয়। আইপিএল ২০২০-তে অরেঞ্জ কাপ বিজয়ী হন। এমনকি আইপিএল ২০২১-এও ফাইনাল ম্যাচ পর্যন্ত অরেঞ্জ ক্যাপটি তার দখলে ছিল। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে গিয়ে নিজে অনেক ম্যাচ জিতিয়েছেন, এই ক্ষেত্রে তিনিও অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। কে এল রাহুল একজন দুর্দান্ত অধিনায়ক হওয়ার পাশাপাশি দুর্দান্ত উইকেটরক্ষক ও ব্যাটসম্যানও।

৩) ঋষভ পান্থ:

Focus on Rishabh Pant as new-look India target T20 success in Sri Lanka  tri-series

ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থকে পরবর্তী অধিনায়ক করা যেতে পারে। গত কয়েক মাস ধরে তিনি দুরন্ত ফর্মে রয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তিনটি ফরম্যাটেই তার জায়গা নিশ্চিত করা হয়েছে। বলা হয় ঋষভ পান্থ প্রাক্তন অধিনায়ক ধোনির মতই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তারমধ্যে অধিনায়ক হওয়ার সমস্ত রকম গুণ রয়েছে। বর্তমানে তিনি আইপিএলের দিল্লি ক্যাপিটালস অধিনায়কত্ব করার সময় নিজেকে প্রমাণ করেছেন।

৪) শ্রেয়াস আইয়ার:

Shreyas Iyer is here to stay - Crictoday

মুম্বাইয়ের ২৬ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের একজন দুর্দান্ত ক্রিকেটার। তিনিও দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। ২০১৭ সালে জাতীয় দলে অভিষেক করার পর থেকে তার পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস দায়িত্ব নেন এবং তারপরে ওই ফ্র্যাঞ্চাইজিটির মুখ উজ্জ্বল হয়। আইয়ারের নেতৃত্বে দলটি ২০২০ আইপিএলে ফাইনালে ওঠে। এবার তিনি নিজের মধ্যে একজন অধিনায়কের ক্ষমতা অনুভব করে আগামী আইপিএল নিলামে নিজের নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।