T20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সেরা একাদশ বেছে নিলেন দীনেশ কার্তিক, তালিকায় এক ভারতীয়

দীনেশ কার্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সুপার-১২ থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন। তার এই তালিকায় ইংল্যান্ড ও পাকিস্তানি খেলোয়াড়ের আধিক্য থাকলেও একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পান জাসপ্রিত বুমরাহ। দীনেশ কেবল পারফরমেন্সের উপর ভিত্তি করে এই টুর্নামেন্ট থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন। কে এল রাহুল এবং রোহিত শর্মা প্রচুর রান করলেও ভারতীয় দল সেমিফাইনালে জায়গা করতে ব্যর্থ হয়।

Dinesh Karthik names Hardik Pandya, Mitchell Starc, and Nicholas Pooran as players to watch out for in the 2021 T20 World Cup

ভারতীয় দল নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। যদিও ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালে জায়গা করতে না পারলেও গ্রুপ-২ এর তৃতীয় স্থান অর্জন করে এবং বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স প্রশংসনীয় ছিল।

দীনেশ কার্তিকের এই তালিকায় ওপেনার হিসেবে রয়েছেন পাকিস্তানী অধিনায়ক বাবর আজম ও ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা তার ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। চার নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডের ডুসেন।

T20 World Cup: Jos Buttler becomes first England batter to achieve THIS huge record, joins Rohit Sharma, KL Rahul

দীনেশের দলে ৫ ও ৬ নম্বরে দুই অলরাউন্ডার শাকিব আল হাসান ও মঈন আলী। এরপর স্পিনার হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা ও তিন জন ফাস্ট বোলার যথাক্রমে — ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ এবং শাহিদ আফ্রিদিকে বেছে নিয়েছেন।

T20 World Cup 2021: Jasprit Bumrah becomes leading wicket-taker for India in men's T20Is | Sports News,The Indian Express

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেছে নেওয়া দীনেশ এর সেরা একাদশ:

বাবর আজম, জস বাটলার, চরিথ আসালাঙ্কা, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ এবং শাহীন আফ্রিদি।