ইন্টারভিউ প্রশ্ন: ভারতের কোন রাজ্যে একটিও রেলস্টেশন নেই বা ট্রেন চলাচল করে না?

জানেন ভারতবর্ষের কোন রাজ্যটিকে এখনো রেলপথের বিস্তার হয়নি?

Interview Questions: যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জেনারেল নলেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই প্রতিটি মেধা ছাত্রছাত্রী জেনারেল নলেজ এর পাশাপাশি সম্প্রতি সময়ের ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলি জানার চেষ্টা করেন। লিখিত পরীক্ষায় পাশ করার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এইসময় কখনো কখনো সিলেবাসের বাইরে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই অবাক হন। এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে?
উত্তরঃ কেরালা।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে নিজস্ব কোন হাইকোর্ট নেই?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

৩) প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন।

৪) প্রশ্নঃ কলকাতা বন্দরের নতুন নাম কি রাখা হয়েছে?
উত্তরঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম মিসাইল কোনটি?
উত্তরঃ পৃথ্বী।

৬) প্রশ্নঃ বিখ্যাত পুষ্কর উট মেলা (Pushkar camel fair) প্রতিবছর কোন রাজ্যে আয়োজিত হয়?
উত্তরঃ রাজস্থান।

Image

৭) প্রশ্নঃ বিখ্যাত ছবি ‘ভারত মাতা’ কে এঁকেছিলেন?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।

৮) প্রশ্নঃ ভারতের ‘সোনালী চতুর্ভুজ’ (কলকাতা-দিল্লি-মুম্বাই-চেন্নাই) এর কোন বাহুর দৈর্ঘ্য সর্বাধিক?
উত্তরঃ চেন্নাই-কলকাতা।

৯) প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট তার সময়কালে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন?
উত্তরঃ প্রথম কুমার গুপ্ত।

১০) প্রশ্নঃ আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন?
উত্তরঃ ধননন্দ।

১১) প্রশ্নঃ সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি??
উত্তরঃ পাইরোমিটার (Pyrometer)।

১২) প্রশ্নঃ বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল কোথায়?
উত্তরঃ চন্দননগর।

১৩) প্রশ্নঃ কোন বিদেশি ভারতের প্রথম আসে কিন্তু সবার শেষে ভারত ছেড়ে যায়?
উত্তরঃ পর্তুগিজ।

১৪) প্রশ্নঃ ভারতের গোয়া রাজ্যটি পর্তুগিজদের হাত থেকে কবে মুক্তি পেয়েছিল?
উত্তরঃ ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল বলে, গোয়া রাজ্যটি এই দিনে স্বাধীনতা দিবস পালন করে।

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটিও রেলস্টেশন নেই বা ট্রেন চলাচল করে না?
উত্তরঃ ভারতের উত্তর-পূর্ব রাজ্য সিকিম।