সালমান খান নয়, বলিউডের প্রথম বডিবিল্ডার কে? জানলে চমকে যাবেন

খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভীত সন্ত্রস্ত গড়ে তুলেছিলেন তিনি

বলিউডে সালমান খানের (Salman Khan) মতো অনেক অভিনেতা রয়েছেন যারা তাদের ফিটনেস এবং সিক্স প্যাকের কারণে লাইমলাইটে থাকেন। এর আগে সুনীল শেট্টি, সঞ্জয় দত্তের মতো অভিনেতারা তাদের সুঠাম শরীর দেখিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু এই প্রবণতা শুরু হয়েছিল এক দুর্দান্ত ভিলেনের পর থেকে এবং বলিউডে বডিবিল্ডিংয়ের প্রচারের কৃতিত্ব তাকেই দেওয়া হয়। 

৯০ দশকের এই বিখ্যাত ভিলেনের নাম ছিল গ্যাভিন প্যাকার্ড (Gavin Packard)। মহেশ ভাট পরিচালিত ‘সড়ক’ (Sadak) ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ‘মোহরা’, ‘চমৎকার’, ‘খিলাড়ি কা খিলাড়ি’, ‘ত্রিদেব’ এর মত ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের ভীতসন্ত্রস্ত করে তোলেন। তিনি তার ক্যারিয়ারে অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। 

Image

কিন্তু ৪৮ বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় গ্যাভিন মারা যান। রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের একটি ফ্লাইওভার থেকে বাইক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বলা হয়েছিল যে, গ্যাভিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এরপর দু’বছর শয্যাশায়ী ছিলেন কিন্তু বলিউডের কেউ তার পাশে থাকে নি। এদিকে দুর্ঘটনার কয়েকদিন আগেই তার স্ত্রী তাকে ছেড়ে সন্তানদের নিয়ে ফ্রান্সে চলে যান।

Image

গ্যাভিন বডিবিল্ডিং এ অনেক পুরস্কার জিতেছিলেন। ‘সড়ক’ ছবিতে অভিনয় করার সময় সঞ্জয় দত্ত গ্যাভিনের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার কাছ থেকে বডিবিল্ডিং এর প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। এছাড়া সুনীল শেট্টিও তার কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছেন। শুধু তাই নয় সালমান খানের দেহরক্ষী শেরাকেও প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।

Image

গ্যাভিনের বাবা একজন আইরিশ এবং তার মা ছিলেন মারাঠি। এর আগে তিনি ছোট ছোট চরিত্রে অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তবে ‘সড়ক’ ছবিটি তার ক্যারিয়ারে বড়সড় সাফল্য এনে দিয়েছিল। কিন্তু অনেক ছবিতে কাজ করেও ইন্ডাস্ট্রিতে আশানুরূপ সাফল্য পাননি। এর জেরেই তিনি মদের নেশায় ডুবে যান। ওই দুর্ঘটনার পর গ্যাভিন ২ বছর শয্যাশায়ী ছিলেন এবং ২০১২ সালে মারা যান।