পশ্চিমবঙ্গের কোন রেল স্টেশনের কোন নাম নেই?

জানেন পশ্চিমবঙ্গের নাম গোত্রহীন রেলস্টেশন কোনটি?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর উচ্চপদস্থ সংস্থায় বা সরকারি পদে কাজ করার জন্য স্বপ্ন দেখে থাকেন। এরজন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নেয়। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, যা অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ভারতের সবথেকে বড় শহরের নাম কী?
উত্তরঃ মুম্বাই। এই শহরের জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ।

২) প্রশ্নঃ কম্পিউটারের জনক কাকে বলা হয়?
উত্তরঃ চার্লস ব্যাবেজকে।

৩) প্রশ্নঃ কোন পাখি জীবনে একবারও মাটিতে পা রাখেনা?
উত্তরঃ হরিয়াল পাখি।

৪) প্রশ্নঃ ভারত আর পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ হয়েছিল?
উত্তরঃ এখনো পর্যন্ত মোট ৪ বার যুদ্ধ হয়েছে।

৫) প্রশ্নঃ কোন স্বভাবের মানুষের আয়ু কম হয়?
উত্তরঃ সুইডিশ দেশ গবেষকদের মতে, সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়।

৬) প্রশ্নঃ কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে?
উত্তরঃ পায়রা পাখি।

৭) প্রশ্নঃ কোন ভাষাটি না থাকলে বিদেশের সাথে যোগাযোগ করা যেত না?
উত্তরঃ ইংরেজি ভাষা।

৮) প্রশ্নঃ কোন প্রাণী মানুষের চেয়েও বেশি গাছ লাগায়?
উত্তরঃ কাঠবিড়ালি। আসলে তারা দানাশস্যগুলি খাদ্য হিসেবে সঞ্চয় করলেও পরবর্তীকালে ভুলে যায় আর সেগুলি থেকে বেড়ে ওঠে নতুন গাছ।

৯) প্রশ্নঃ কোন গ্যাস ফুলের রঙ নষ্ট করে দিতে পারে?
উত্তরঃ ক্লোরিন গ্যাস।

১০) প্রশ্নঃ কোন শুকনো ফল শরীরে বেশি এনার্জি তৈরি করে?
উত্তরঃ নিয়মিত কিসমিস খাওয়া শুরু করলে শরীর অনেক বেশি এনার্জি তৈরি হয়।

১১) প্রশ্নঃ ভারতের কোন রেলস্টেশনে সব থেকে বেশি প্লাটফর্ম দেখতে পাওয়া যায়?
উত্তরঃ হাওড়া রেল স্টেশনে সবথেকে বেশি প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যায়, আর এই রেলস্টেশনে প্লাটফর্মের সংখ্যা হল ২৩টি।

১২) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে রক্ত থাকা সুগারের মাত্রা পরিমাপ করা হয়?
উত্তরঃ গ্লুকোমিটার নামক যন্ত্র।

১৩) প্রশ্নঃ কোন ফুলটি ১২ বছর পর একবার ফোটে?
উত্তরঃ নীলকুরিঞ্জি ফুল ১২ বছরে একবার ফোটে, যা ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় দেখতে পাওয়া যায়।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মহিলারা সবথেকে বেশি শিক্ষিত?
উত্তরঃ কেরালা রাজ্যের মহিলারা সবথেকে বেশি শিক্ষিত।

Image

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন রেলস্টেশনটির কোনও নামই নেই?
উত্তরঃ বর্ধমান থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি রেল স্টেশনের কোনও নাম নেই। তবে এই রেলস্টেশনটি আগে রায়নাগড় নামে পরিচিত ছিল। এখনো সেখানে রায়নাগড় নামেই টিকিট দেওয়া হয়।