ভারত ও বাংলাদেশকে আলাদা করেছে কোন নদীটি?

ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কী?

General knowledge : প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। এছাড়াও সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলো মানুষের বাড়িয়ে তোলে এবং যেকোনো ইন্টারভিউতে কামাল করা যায়। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কোন দেশের বইয়ের মার্কেট সারারাত খোলা থাকলেও চোরে চুরি করে না? 
উত্তরঃ ইরাক দেশের বই ব্যবসায়ীদের মতে, যারা বই পড়ে তারা চুরি করে না, আর যারা চুরি করে তারা বই পড়ে না।

২) প্রশ্নঃ লোহা থেকে স্টিল তৈরি হয়, কিন্তু তাতে জং ধরে না কেন?
উত্তরঃ লোহার মধ্যে নিকেল এবং ক্রোমিয়াম মিলিয়ে স্টিল তৈরি হয়৷ একে বলে স্টেনলেস স্টিল, যাতে জং ধরে না৷

৩) প্রশ্নঃ কোন দেশে ট্রেনে যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য পুলিশের পরিবর্তে রোবট চাকরি করে
উত্তরঃ জাপান।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও বন বা জঙ্গল দেখতে পাবেন না?
উত্তরঃ কাতার দেশে।

৫) প্রশ্নঃ স্থলভাগের কোন প্রাণীটি কখনো লাফ দিতে পারে না? 
উত্তরঃ একমাত্র হাতি যে লাফাতে পারেনা।

৬) প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? 
উত্তরঃ রাষ্ট্রপতি।

৭) প্রশ্নঃ কোন ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে? 
উত্তরঃ সূর্যমুখী ফুল।

৮) প্রশ্নঃ রাফাল যুদ্ধবিমান কোন দেশে তৈরি করা হয়?
উত্তরঃ ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান তৈরি হয়।

Image

৯) প্রশ্নঃ আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে? 
উত্তরঃ ৫৪টি।

১০) প্রশ্নঃ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী? 
উত্তরঃ কাশ্মীর উপত্যকায় অবস্থিত উলার হ্রদ।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য শস্যভান্ডার নামে পরিচিত? 
উত্তরঃ পাঞ্জাব রাজ্য।

১২) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছটির নাম কী? 
উত্তরঃ পাফার ফিশ।

Image

১৩) প্রশ্নঃ দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? 
উত্তরঃ ১৬০৯ সালে গ্যালিলিও সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন।

১৪) প্রশ্নঃ QR কোড এর পুরো নাম কী? 
উত্তরঃ কুইক রেসপন্স।

১৫) প্রশ্নঃ ভারত ও বাংলাদেশকে আলাদা করেছে কোন নদীটি?
উত্তরঃ ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম হাড়িয়াভাঙ্গা।