GK কুইজ : ভারতের কোন শহরে মন্ত্রী বা প্রধানমন্ত্রী রাতে থাকেন না, অন্যথায় তিনি ক্ষমতা হারান?

ভারতের কোন শহরে কোন মন্ত্রী রাত কাটাতে পারেন না?

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার সম্পর্কে আপনি হয়ত আগে কখনও শোনেননি।

১) প্রশ্নঃ বলুন তো ১৫টি দেশের জাতীয় প্রাণী কোনটি?
উত্তরঃ সিংহ এমন একটি প্রাণী যা প্রায় ১৫টি দেশের জাতীয় প্রাণী।

২) প্রশ্নঃ ভারতে কোন পশু কেনা বেচা অপরাধ?
উত্তরঃ আপনি ভারতে সিংহ কিনতে পারবেন না, কারণ এটি করা একটি অপরাধ।

৩) প্রশ্নঃ কোন প্রাণীকে কৃষকের ‘পরম বন্ধু’ বলা হয়?
উত্তরঃ কেঁচোকে কৃষকের ‘পরম বন্ধু’ বলা হয়।

৪) প্রশ্নঃ জানেন কাকে মশলার রাজা বলা হয়?
উত্তরঃ কালো মরিচকে মশলার রাজা বলা হয়।

৫) প্রশ্নঃ কোন দেশটি বিশ্বে প্রথমবার লকডাউন জারি করেছিল?
উত্তরঃ বিশ্বে প্রথমবার যে দেশটি লকডাউন জারি করেছিল, তা হল আমেরিকা।

৬) প্রশ্নঃ এপিজে. আবদুল কালামের (APJ Abdul Kalam) পুরো নাম কী?
উত্তরঃ আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম।

৭) প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ পাকিস্তানের জেকোবাবাদ।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায় কে।

৯) প্রশ্নঃ কোন রক্ত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে?
উত্তরঃ শ্বেত রক্তকণিকা।

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরে মন্ত্রী বা প্রধানমন্ত্রী রাতে থাকেন না, অন্যথায় তিনি ক্ষমতা হারান?
উত্তরঃ উজ্জয়িনীতে একটি বিশ্বাস আছে যে যেই ভক্ত বাবা মহাকালের দরবারে রাত কাটান, তার শক্তি চলে যায়। আসলে বাবা মহাকালকে উজ্জয়িনীর রাজা মনে করা হয়। এমতাবস্থায় বাবা মহাকালের দরবারে দুই রাজা একসঙ্গে থাকতে পারেন না এবং কোনো মন্ত্রী যদি ভুল করেও এখানে রাত কাটান, তাহলে তিনি ক্ষমতা হারান বা ক্ষমতায় ফেরার পথ কঠিন হয়ে পড়ে।