শাহরুখ খানের ‘জওয়ান’ মুভিটি দক্ষিণ ভারতের কোন ছবির নকল জানেন?

কোন ছবির নকল শাহরুখের ‘জওয়ান’?

Jawaan Movie : শাহরুখ খানের (Shahrukh Khan) সর্বশেষ ছবি ‘জওয়ান’ দেখতে প্রতিটি সিনেমা হলে মানুষের ভিড় উপচে পড়েছে। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৯ কোটি টাকা আয় করে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। তবে এরই মধ্যে ছবিটি ঘিরে বিতর্কের দানা বেঁধেছে। বলা হয়েছে, এটি একটি দক্ষিণ ভারতীয় ছবির নকল।

Image

একজন মাইক্রো ব্লগিং সাইট এক্স ব্যবহারকারী দাবি করেছেন যে, জওয়ান ছবির পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar) ১৯৮৯ সালের তামিল সিনেমা ‘থাই নাডু’ (Thaai Nadu) এর কাহিনীর প্রতিলিপি তৈরি করেছেন, যেখানে সত্যরাজের মতোই শাহরুখ খানকেও বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

একজন এক্স ব্যবহারকারী, ১৯৮৯ সালের ওই ছবির পোস্টারটি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘জওয়ান অরজিনিয়াল তামিল ভার্সন – ১৯৮৯’। এরপর থেকে অনেক ব্যবহারকারী নানান মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘জওয়ান’ ১৯৮৯ সালের চলচ্চিত্র থেকে ধার করা মুভি। আবার কেউ কেউ বলেছেন যে, এটি বিভিন্ন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সংমিশ্রণ বলে মনে হচ্ছে।

তবে এটি প্রথম ঘটনা নয়, অ্যাটলি কুমার ফিল্ম চুরির অভিযোগে বহুবার মুখোমুখি হয়েছেন। অতীতে একই ধরনের বিতর্কে সৃষ্টি হয়েছিল। বিশেষ করে অ্যাটলি কুমারের ২০১৯ সালের ছবি ‘বিগিল’ এর মুক্তি নিয়ে। এছাড়াও থালাপতি বিজয় ও সামান্তা রূথ প্রভু অভিনীত অ্যাটলির ২০১৭ সালের ছবিটিও রজনীকান্তের ‘মুন্দ্রু মুগাম’ থেকে কপি করার অভিযোগ ওঠে।

Image

প্রসঙ্গত, শাহরুখ খান ছাড়াও জওয়ান মুভিটিতে অভিনেত্রী নয়নতারা (Nayantara), ভিলেনের চরিত্রে বিজয় সেতুপতি (Vijay Sethupathi), সানিয়া মালহোত্রা, প্রিয়মনি, সুনীল গোভার, সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং আরো অনেকেই রয়েছেন। এই ছবিটি গত ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু এই তিনটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।