ছবির সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলুন ভারতের কোন জায়গার নাম হবে?

ভারতের কোন জায়গার নাম হবে এই দুটি সাংকেতিক চিহ্ন দ্বারা বলতে হবে

Brain Teaser : সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের ধাঁধার পোস্টগুলি দেখা যাচ্ছে। এইসব ছবির মধ্যেই খুঁজে বের করতে হয় নানারকম অবয়ব বা নাম। আর ধাঁধার মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে, যা আপনাকে সমাধান করতে হবে।

ছবিতে দেখতে পাচ্ছেন যে হলুদ ব্যাকগ্রাউন্ড এর উপর একটি ডিম ও মানুষের মুখ রয়েছে। এখন এই সাংকেতিক চিহ্ন দুটি যোগ করে বলতে ভারতের এটি কোন জায়গার নাম হবে? এগুলি সমাধান করতে পারলেই বোঝা যায় যে মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ লেভেল কতটা ভালো

দাবি করা হয়েছে, যারা সাংকেতিক চিহ্ন দুটির মাধ্যমে জায়গাটির নাম বের করতে সক্ষম হবেন তাদেরকে জিনিয়াস বললে ভুল হবেনা। এখন আপনি কি চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত? সম্প্রতি এই ধরনের ধাঁধায় নেট দুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে। এগুলি সমাধান করা যেমন মজাদার তেমন আকর্ষণীয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না। একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে। এছাড়া এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম।

তবে আপনি কি উত্তরটি খুঁজে পেয়েছেন? এর উত্তর যদি না হয় তাহলে আমরা নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। ছবিটিতে রয়েছে একটি ডিম, যাকে আন্ডা বলা হয়েছে আর পাশে রয়েছে একজন মানুষ, যার ইংরেজি অর্থ Man, এখন এই দুই সাংকেতিক চিহ্ন দুটিকে মেলালে হয় আন্ডা+ম্যান=আন্দামান।

Image