কোন পাখিটি মানুষকে শিকার হিসেবে দেখে?

মানুষকে শিকার হিসেবে দেখে যে পাখিটি

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব অনেক বেশি। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। আর যারা সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ থেকে তৈরি পনির সব থেকে বেশি দামি বিক্রি হয়?
উত্তরঃ গাধার দুধ, যার প্রতি কেজি দাম প্রায় ৭৮ হাজার টাকা।

২) প্রশ্নঃ ভারতের যেকোনো বাড়িতে কোন গাছ লাগালে জেল হতে পারে?
উত্তরঃ গাঁজা গাছ।

৩) প্রশ্নঃ কোন দেশে বিয়ের আগে কান্না করতে হয়?
উত্তরঃ চীনের দেশের কিছু কিছু অঞ্চলে বিয়ের আগে মেয়েদের এক মাস ধরে কান্না করতে হয়।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়?
উত্তরঃ উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হওয়ায়, একে চিনির পাত্র বলা হয়।

৫) প্রশ্নঃ কোন প্রাণীর লেজ কাটা গেলে প্রাণীটি মারা যায়?
উত্তরঃ ঘোড়ার লেজ কাটা গেলে মারা যায়।

৬) প্রশ্নঃ মিথ্যা কথা ধরার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তরঃ লাই-ডিটেক্টর মেশিন বা পলিগ্রাফ যন্ত্র।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায়?
উত্তরঃ কেরল রাজ্যে।

৮) প্রশ্নঃ ভারতের কোন নদীকে পুরুষ নদী বলা হয়?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ কে।

৯) প্রশ্নঃ কোন দেশ শিক্ষার দিক দিয়ে সব থেকে বেশি এগিয়ে রয়েছে?
উত্তরঃ কানাডা।

১০) প্রশ্নঃ শিয়ালদহ রেল স্টেশন কত বছরের পুরনো?
উত্তরঃ ১৬১ বছরের পুরনো।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে প্রায় ৭৬ দিন পর্যন্ত সূর্য অস্ত যায় না?
উত্তরঃ নরওয়ে দেশে।

১২) প্রশ্নঃ ভারত ছাড়া আর কোন দেশের মানুষ গরুকে দেবতা হিসেবে পূজা করে?
উত্তরঃ নেপাল দেশের মানুষ।

১৩) প্রশ্নঃ কোন পজিশনে ঘুমালে রোগ ব্যাধি কম হয়?
উত্তরঃ বাম পাশ ফিরে ঘুমালে রোগব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

১৪) প্রশ্নঃ বিশ্বের কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়?
উত্তরঃ তিব্বত এর রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়।

Image

১৫) প্রশ্নঃ কোন পাখিটি মানুষকে শিকার হিসেবে দেখে?
উত্তরঃ গোল্ডেন ঈগল।