লিয়াম লিভিংস্টন সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করেছেন, তালিকায় দুই ভারতীয়

ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টনে সম্প্রতি তার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করেছেন। জানিয়ে রাখি, ২০২১ আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। তার এই একাদশে অনেক বড় বড় খেলোয়াড়কে জায়গা দেননি তিনি। যদিও তার এই দলে দুজন ভারতীয় খেলোয়াড়কে বেছে নিয়েছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটের মত ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, জাসপ্রিত বুমরাহ সহ অনেক দুর্দান্ত খেলোয়াড়রা লিয়াম লিভিংস্টনের টি-টোয়েন্টি একাদশে জায়গা পাননি। তবে আশ্চর্যের বিষয়, ৫৫ বছর বয়সি ওয়াসিম আক্রমকে তার একাদশে অন্তর্ভুক্ত করেছেন।

England vs Pakistan - Liam Livingstone nails his audition to prove he's too good for England's bench

লিভিংস্টনের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ দলে ওপেনার হিসেবে বিরাট কোহলি ও জস বাটলারকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি বাটলারকে অধিনায়ক ও উইকেট রক্ষকের দায়িত্ব দিয়েছেন। মিডল অর্ডারে কেভিন পিটারসেন ও এবি ডি ভিলিয়ার্স এর মত অভিজ্ঞ খেলোয়াড়দের নিযুক্ত করেছেন। এরপর কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল ও রবীন্দ্র জাদেজার মত তিন জন দুর্দান্ত অলরাউন্ডারকে বেছে নিয়েছেন তিনি।

T20 World Cup: Virat Kohli has been a wonderfunl captain, I've played with him for 10-12 years, says Ravindra Jadeja - Sports News

লিভিংস্টোন এর বোলিং বিভাগের কথা বলতে গেলে একমাত্র স্পিনার হিসেবে রাশিদ খানকে জায়গা দিয়েছেন। এরপর তিনি জোফরা আর্চার, লাসিথ মালিঙ্গা ও ওয়াসিম আক্রমকে পেসারের তালিকায় রেখেছেন। জানিয়ে রাখি, পাকিস্তানি প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন।

Shane Watson shares his Pakistan idol's name who was his hero while growing up -

☞ লিয়াম লিভিংস্টনের সর্বকালের টি-টোয়েন্টি একাদশ:

বিরাট কোহলি, জস বাটলার (অধিনায়ক ও উইকেট রক্ষক), কেভিন পিটারসেন, এবি ডি ভিলিয়ার্স, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, ওয়াসিম আকরাম, রাশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জোফরা আর্চার।