GK প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন শহরটির নাম জুতোর নামে রাখা হয়েছে?

জুতোর নামে নামকরণ হয়েছে পশ্চিমবঙ্গের কোন শহরটি জানেন?

General Knowledge Quiz : ভারতবর্ষের প্রতিটা জায়গার নামের সাথে কোন না কোন ঐতিহাসিক কাহিনী জড়িয়ে রয়েছে এবং সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই সকল স্থানের নাম। আমাদের পশ্চিমবঙ্গে তেমন একটি শহর রয়েছে যা জুতোর নামে রাখা হয়েছে, আপনি কি জানেন সেই শহরটির নাম? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা তথ্য নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ নৌ বিদ্রোহ যে জাহাজে হয়েছিল সেই জাহাজটির নাম কি?
উত্তরঃ তলোয়ার।

২) প্রশ্নঃ পৃথিবীর চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ?
উত্তরঃ কিউবাকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়।

৩) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম কী?
উত্তরঃ ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম পরমবীর চক্র।

৪) প্রশ্নঃ মৃত্যুর ঠিক কতক্ষণ পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়?
উত্তরঃ মৃত্যুর ১০ মিনিট পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।

৫) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম ভাষাটির নাম কী?
উত্তরঃ ভারতের প্রাচীনতম ভাষাটির নাম সংস্কৃত।

৬) প্রশ্নঃ ক্রিকেটর ইতিহাসে প্রথমবার টাইম আউট হন কোন ব্যাটসম্যান?
উত্তরঃ শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

IPL 2024 Auction: 3 Teams Who Can Target Angelo Mathews In The Auction

৭) প্রশ্নঃ রাতের কোন সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে?
উত্তরঃ রাতের মধ্যভাগে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে কম খরচে ভালো চিকিৎসা হয়?
উত্তরঃ ভারতে সবচেয়ে কম খরচে ভালো চিকিৎসা হয়। বিশেষ করে ব্যাঙ্গালোর শহরে।

৯) প্রশ্নঃ কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে?
উত্তরঃ ভারতবর্ষের মানুষেরা সবথেকে বেশি ভিডিও ইউটিউবে আপলোড করে।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরটির নাম জুতোর নামে রাখা হয়েছে?
উত্তরঃ চেক প্রজাতন্ত্রের মুচি ব্যবসায়ী টমাস বাটা ভারতে এসে জুতোর ব্যবসা খোলার সিদ্ধান্ত নেন। এই সময় পশ্চিমবঙ্গের একটি পরিত্যক্ত কারখানায় তার জুতোর (বাটা কোম্পানি) ব্যবসা শুরু করেন। এরপর ধীরে ধীরে সেখানকার আশেপাশে অঞ্চলটি তিনি কিনে নেন এবং সেই থেকে ওই জায়গাটির নাম হয়ে ওঠে বাটানগর নামে।