সাধারণ জ্ঞানের প্রশ্ন : ভারতের কোন উৎসব মহাকাশ থেকে দেখা যায়?

মহাকাশ থেকেও দেখা যায় ভারতের কোন উৎসব?

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই এমনই কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যার সম্পর্কে আপনি হয়ত আগে কখনও শোনেননি।

১) প্রশ্নঃ কোন দেশে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয়?
উত্তরঃ আমেরিকা হল সেই দেশ যেখানে ইংরেজি ভাষায় (English Language) সবচেয়ে বেশি কথা বলা হয়।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে পাঁচটি নদীর দেশ বলা হয়?
উত্তরঃ পাঞ্জাব রাজ্যকে পাঁচটি নদীর দেশ বলা হয়।

৩) প্রশ্নঃ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি?
উত্তরঃ Instagram একটি আমেরিকান কোম্পানি।

৪) প্রশ্নঃ কোন গাছটি যা কাটলে রক্তপাত হয়?
উত্তরঃ ব্লাডউড ট্রি (Bloodwood Tree), যা কাটলে রক্ত বের হয়।

৫) প্রশ্নঃ কোন সবজি খেলে শরীরের রক্ত বিশুদ্ধ হয়?
উত্তরঃ করলার খেলে আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ হয়।

৬) প্রশ্নঃ কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তরঃ সারা পৃথিবীতে নরওয়েই (Norway) একমাত্র দেশ যেখানে রাত মাত্র ৪০ মিনিট থাকে।

৭) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও প্রথম ধর্ম কোনটি?
উত্তরঃ সনাতন ধর্ম (Sanatan Dharma)।

৮) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ‘বিরিয়ানির বিশ্ব রাজধানী’ বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদ শহরকে।

৯ )প্রশ্নঃ কোন সালে পাকিস্তানের সমস্ত টাকা ভারতবর্ষে ছাপানো হতো?
উত্তরঃ ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত পাকিস্তানের সমস্ত টাকা ভারতবর্ষে ছাপানো হতো। কারণ এই সময় পাকিস্তান দেশে কোন টাঁকশাল ছিল না।

১০) প্রশ্নঃ ভারতের কোন উৎসব মহাকাশ থেকেও দেখা যায়?
উত্তরঃ মহাকাশ থেকেও দেখা যায় কুম্ভমেলা (Kumbh Mela)। এই হিন্দু উৎসবের মেলা ভারতের চারটি স্থানে হরিদ্বার, প্রয়াগরাজ (এলাহাবাদ), উজ্জয়িনী এবং নাসিকে অনুষ্ঠিত হয়। প্রতি ৪ বছর অন্তর আলাদা আলাদা স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়।