ধাঁধার প্রশ্ন : কোন নামের মেয়েরা বাবার আগে এবং মায়ের পরে আসে?

বাবার আগে আর মায়ের পরে আসে কোন নামের মেয়েরা?

Interview Questions : ইন্টারভিউ দেওয়ার আগে অধিকাংশ প্রার্থীরা ঘাবড়ে যান কারণ তারা জানে না যে তাদের কোন ধরনের প্রশ্ন করা হবে। যারা ইন্টারভিউ নেন তারা সাধারণত পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান এবং আবার কখনো কখনো ধাঁধার প্রশ্নগুলিও করে থাকেন তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য। এই প্রতিবেদনে ইন্টারভিউতে আসা তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই?
উত্তরঃ বিষের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটিতে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই।

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের মানুষ বিনামূল্যে জল, বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা ভোগ করে?
উত্তরঃ ১৯৯১ সাল থেকে তুর্কমেনিস্তান দেশের মানুষ বিনামূল্যে জল, বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা ভোগ করে।

৪) প্রশ্নঃ কোন প্রাণী টানা ৬ দিন নিঃশ্বাস ধরে রাখতে পারে?
উত্তরঃ কাঁকড়া বিছা নিঃশ্বাস না নিয়ে প্রায় ৬ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

৫) প্রশ্নঃ অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অযোধ্যা উত্তরপ্রদেশের পবিত্র সরয়ু নদীর তীরে অবস্থিত।

৬) প্রশ্নঃ চন্দ্রযান ২- এর ল্যান্ডার যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের নামকরণ কী করা হয়েছে?
উত্তরঃ তিরঙ্গা পয়েন্ট।

৭) প্রশ্নঃ ভারতের কত শতাংশ কৃষি এলাকা বৃষ্টির উপর নির্ভর করে?
উত্তরঃ ভারতের প্রায় ৫৫% কৃষি এলাকা বৃষ্টির জলের উপর নির্ভরশীল।

৮) প্রশ্নঃ মানুষের চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়?
উত্তরঃ কর্নিয়া।

৯) প্রশ্নঃ গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড।

Image

১০) প্রশ্নঃ কোন নামের মেয়েরা বাবার আগে এবং মায়ের পরে আসে?
উত্তরঃ শ্রীদেবী। পুরুষদের নামের আগে শ্রী আর মহিলাদের নামের শেষের দেবী থাকে (আসলে, এটি একটি ধাঁধার প্রশ্ন)।