GK প্রশ্ন: আপনি কি জানেন বিশ্বের প্রাচীনতম রঙ কোনটি?

বলুন তো কোনটি বিশ্বের প্রাচীনতম রঙ?

General Knowledge Quiz : বিজ্ঞানীদের মতে, এই পৃথিবীতে প্রায় ১০ মিলিয়নের বেশি রঙ রয়েছে। তবে প্রাথমিক রঙ বলতে — লাল, নীল এবং সবুজকে বোঝানো হয়। কিন্তু আপনি কি জানেন এই বিশ্বের প্রাচীনতম রঙ কোনটি? উত্তর যদি জানা না থাকে, তাহলে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্ন: ভারতের বিখ্যাত গিরনার পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত জানেন?
ক) আসাম
খ) ওড়িশা
গ) গোয়া
ঘ) গুজরাট
উত্তর: ঘ) গুজরাট
— বিখ্যাত গিরনার পাহাড়টি গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত। এটি হিন্দু ও জৈন ধর্মের কাছে অত্যন্ত পবিত্র স্থান। মনে করা হয় এই পাহাড়টি হিমালয়ের চেয়েও প্রাচীন।

Image

২) প্রশ্ন: বলুন তো ভারতের জাতীয় খাবার কোনটি?
ক) খিচুড়ি
খ) ভাত
গ) বিরিয়ানি
ঘ) রুটি
উত্তর: ক) খিচুড়ি
— খিচুড়ি হলো ভারতের জাতীয় খাবার। এর বিশেষত্ব হলো এটি নানাভাবে প্রস্তুত করা হয় এবং দেশের প্রতিটি অঞ্চলের মানুষ তাদের নিজস্ব পদ্ধতিতে তৈরি করে।

Image

৩) প্রশ্ন: বিখ্যাত গ্রন্থ ‘মৃত্যুঞ্জয়’ মহাভারতের কোন চরিত্র অবলম্বনে রচিত হয়েছে?
ক) যুধিষ্ঠির
খ) অর্জুন
গ) কর্ণ
ঘ) নকুল
উত্তর: গ) কর্ণ
— মৃত্যুঞ্জয় একটি বিখ্যাত উপন্যাস। এটি মহাভারতের মহাকাব্যের অন্যতম মহান যোদ্ধা কর্ণের চরিত্র অবলম্বনে রচিত হয়েছে।

৪) প্রশ্ন: আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কত তম বৃহত্তম দেশ?
ক) চতুর্থ
খ) সপ্তম
গ) নবম
ঘ) পঞ্চম
উত্তর: খ) সপ্তম
— ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরেই ভারতের স্থান।

Image

৫) প্রশ্ন: জানেন বিশ্বের প্রাচীনতম রঙ কোনটি?
ক) লাল
খ) সবুজ
গ) গোলাপী
ঘ) হলুদ
উত্তর: গ) গোলাপী
— বিশ্বের প্রাচীনতম রঙ হলো গোলাপী। পৃথিবীতে প্রথম যে রঙটি এসেছিল তা হল গোলাপি। গবেষকরা জানিয়েছেন, গোলাপি রঙটি প্রায় ১.১ বিলিয়ন বছরের পুরনো।