জানেন কোন প্রাণী অমর? সেই ভিত্তিতে মানুষকে অমরত্ব করে তোলার দাবি বিজ্ঞানীদের

বিজ্ঞানীরা গবেষণার সময় নতুন নতুন তথ্য খুঁজে পান। এরই মধ্যে বিজ্ঞানীরা তাদের গবেষণায় এক দারুন সাফল্য পেয়েছেন। এই গবেষণার ভিত্তিতে আগামী সময় মানুষকে অমরত্ব করে তোলা সম্ভব। বিজ্ঞানীদের দাবি সবকিছু ঠিকঠাক থাকলে মানুষের বার্ধক্য রোধ করা যাবে আর তারা সবসময় তরুণ থাকবে।

অমরত্ব জীবনের রহস্য জানার ক্ষেত্রে বিজ্ঞানীদের এই পদক্ষেপকে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। তবে অমরত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে অনেক মহাপুরুষ অমরত্ব লাভ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে তা সম্ভব নয়। এখন দেখার বিষয় এই বিষয়ে বিজ্ঞানীরা কতটা সফল হন।

Jelly Fish (VR gameplay) - YouTube

স্পেনের ওভিডো ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের একদল গবেষক এই তথ্যটি খুঁজে পেয়েছেন। পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা অমর। তাদের মধ্যে জেলিফিশ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এই প্রাণীটির প্রাপ্তবয়স্ক থেকে লার্ভা পর্যায়ে ফিরে আসার ক্ষমতা রয়েছে।

অমরত্ব পাওয়া, প্রাণীদের মধ্যে জেলিফিশ একমাত্র পরিচিত প্রাণী। এই প্রাণীটির এতটাই ক্ষমতা রয়েছে যে বার্ধক্যকে কমিয়ে আনতে পারে অর্থাৎ যতদিন চায় ততদিন বাঁচতে পারে। গবেষকরা বলেছেন, জেলিফিশই একমাত্র জীব যা আবার শিশু হয়ে উঠতে পারে।

গবেষকদের মতে, এটি একমাত্র জীব যে তার শরীরকে বারবার পুনরুজ্জীবিত করতে পারে। একইভাবে মানুষের বার্ধক্য কমিয়ে আনার জন্য জেলিফিশের অমরত্ব ক্ষমতা নিয়ে নানান গবেষণা চলছে।