প্রতিটি ট্রেনের বগিতে পাঁচ অঙ্কের সংখ্যা লেখা থাকে, জানেন এর অর্থ কি

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। খুবই অল্প খরচের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে রেলের বিকল্প নেই। এর ফলে দেশের অধিকাংশ মানুষই তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে রেলকে বেছে নেয়।

আপনিও হয়তো বহুবার রেলে যাতায়াত করেছেন, তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেনের বগির গায়ে নানা রকম সাংকেতিক চিহ্ন থাকে। অনেকেই এই চিহ্ন গুলির বিষয়ে অবগত নন। আসলে এই সকল সাংকেতিক চিহ্নগুলি লোকো পাইলটদের ট্রেন চালাতে সুবিধা হয়, সেই উদ্দেশ্যেই দেওয়া থাকে।

Image

সাধারণত ট্রেনের প্রতিটি কামরার গায়ে পাঁচ অঙ্কের সংখ্যা লক্ষ্য করা যায়। এই সংখ্যা শুধুমাত্র ট্রেনের বগির নম্বর তা নয়, এই নম্বরেই লুকিয়ে রয়েছে একাধিক তথ্য। এবার প্রশ্ন হচ্ছে, এই সংখ্যার অর্থ আসলে কি তা জানেন? এবার জেনে নেওয়া যাক। 

ট্রেনের কামরার গায়ে এই সংখ্যাটি থেকে বোঝা যায় বগিটি কবে তৈরি হয়েছিল। যেমন — পাঁচ অঙ্কের সংখ্যার প্রথম দুটি সংখ্যা থেকে বোঝা যায় ট্রেনটি কবে তৈরি হয়েছিল এবং শেষ তিনটি সংখ্যার অর্থ হল বগিটির সিরিয়াল নাম্বার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কামরার গায়ে যদি ৯৮৩৩৭ থাকে তাহলে বুঝতে হবে বগিটি তৈরি হয়েছে ১৯৯৮ সালে।

এছাড়াও জানিয়ে রাখি, প্রতিটি ট্রেনের বগির রক্ষণাবেক্ষণ বা মেরামতের জন্য একটি সময় বরাদ্দ থাকে অর্থাৎ পাঁচ বা দশ বছরের জন্য। এই সময়ের পর বগিগুলি মেরামত করা হয়। যদি সেই বগিটি ব্যবহারযোগ্য না হয় তবে অন্য বগিটি প্রতিস্থাপন করা হয়। এছাড়াও কোচের গায়ে লেখা থাকে WCR: পশ্চিম মধ্য রেলওয়ে, SR: দক্ষিণ রেলওয়ে, ER: ইস্টার্ন রেলওয়ে, NF: উত্তর-সীমান্ত।