‘কাল হো না হো’র সেই ছোট্ট জিয়া এখন কোথায়? অভিনয় ছেড়ে কী করছেন এখন?

কোথায় হারিয়ে গেল ‘কাল হো না হো’র ছোট্ট জিয়া?

৯০ এর দশকের শিশু অভিনেত্রীদের কেউ কেউ আজ রুপলী পর্দার বড় তারকা তো আবার অনেকে অভিনয়কে বিদায় জানিয়ে অন্য কিছুকে পেশা বানিয়েছেন। এমনই এক জনপ্রিয় শিশু শিল্পি হলেন ঝনক শুক্লা (Jhanak Shukla)। সিরিয়াল থেকে শাহরুখ প্রীতি অভিনীত ‘কাল হো না হো’তে (Kal Ho Na Ho) এই শিশু অভিনেত্রী জনপ্রিয়তার চূড়ায় ছিলেন।

Image

মাত্র ১০ বছর বয়সের ঝনক তার অভিনয় গুনে সেই সময়ে হাজার হাজার দর্শকের মন জিতে নিয়েছিলেন। এই ছোট্ট-মিষ্টি মেয়ের নিষ্পাপ মুখ দেখে চোখে সরাতে পারতেন না দর্শকরা। তারা একরকম ভেবে নেন যে বড় হয়ে সে নামি অভিনেত্রী হবেন। কিন্তু ৯০ এর দশকের পর কোথায় যেন হারিয়ে গেলেন ঝনক?

Image

ঝনকের পরিবারও ফিল্মি পরিবার। তার মা সুপ্রিয়া শুক্লা পরিণীতা, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস এর মত বেশ কিছু ছবিতে কাজ করেছেন। আর তার বাবা হরিল শুক্লা পেশায় তথ্যচিত্র পরিচালক। খুব ছোট বয়স থেকেই তিনি ‘করিশ্মা কা করিশ্মা’, ‘সোনপরী’ ধারাবাহিকেও অভিনয় করেন। এমনকি হলিউড ছবি ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’তেও।

Image

কিন্তু মাত্র ১৫ বছর বয়সেই তার অভিনয় কেরিয়ারের ইতি হয়। কিন্ত তিনি পরে এক সাংবাদিক সাক্ষাৎকারে জানান তিনি অভিনয় করতে ভালোবাসতেন ঠিকই কিন্তু পড়াশোনা ছিল তার সবচেয়ে পছন্দের বিষয়। তাই এক সময় অভিনয় ছেড়ে পড়াশোনাতে মন দেন।

তার বাবা-মাও চাইতেন মেয়ে গ্রাজুয়েট হয়ে তারপর নিজের ইচ্ছামত পেশা নির্বাচন করুক। আর্কিওলজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন এই বছর ৩০ বয়সী অভিনেত্রী। তবে তিনি আর অভিনয়ে ফিরতে চান না। একবার তাকে বলতে শোনা গেছিল, তিনি ব্যবসা করতে চান। তার ইচ্ছে সাবান বানানোর ফ্যাক্টরি করা।

Image

কিছুদিন আগেই ঝনক স্বপ্নীল সূর্যবংশীর সঙ্গে বাগদান সেরেছেন। স্বপ্নীল পেশায় একজন জিম ট্রেইনার। চলতি বছরের গোড়াতেই বিয়ে করেন তারা। সোশ্যাল মিডিয়াতে তার কিছু ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয় এবং ভক্তরা এবং বলিউড ইন্ডাস্ট্রির তারকারা তাদের দুজনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।