সাধারণ জ্ঞানের প্রশ্ন : ভারতের কোন রাজ্যে একটিও ট্রেন চলে না?

একটিও রেলস্টেশন নেই ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz: সরকারি হোক বা বেসরকারি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। আসলে লিখিত পরীক্ষায় ও ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, একবার চোখ বুলিয়ে নিন।

১) প্রশ্নঃ পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকা আয়তকার নয়?
উত্তরঃ নেপাল।

২) প্রশ্নঃ ভারতে প্রথমবার নোট বন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন শহরটি ভালোবাসার শহর নামে পরিচিত?
উত্তরঃ ফ্রান্সের রাজধানী প্যারিস।

৪) প্রশ্নঃ সবচেয়ে বিষাক্ত মাছের নাম কি?
উত্তরঃ স্টোন ফিশ।

৫) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপাদন করতে পারে?
উত্তরঃ মস্তিষ্ক।

৬) প্রশ্নঃ কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে?
উত্তরঃ মশার কামড়ে বিশ্বব্যাপী প্রতিবছর গড়ে ৭ লক্ষ মানুষের প্রাণ যায়।

৭) প্রশ্নঃ কোন নদীতে একটিও মাছ নেই?
উত্তরঃ জর্ডান নদী।

Image

৮) প্রশ্নঃ যারা আকাশে ওড়ে তাদের কি বলা হয়?
উত্তরঃ খেচর প্রাণী।

৯) প্রশ্নঃ কলকাতার হাইকোর্ট কবে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ ১৮৬২ সালে।

১০) প্রশ্নঃ দেশের কোন রাজ্যে বুলেট বাইকের মন্দির রয়েছে?
উত্তরঃ রাজস্থান।

১১) প্রশ্নঃ কোন প্রাণী ঘুমালে মারা যায়?
উত্তরঃ পিঁপড়া।

১২) প্রশ্নঃ মাইথনের বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
উত্তরঃ বরাকর নদীর উপরে।

Image

১৩) প্রশ্নঃ একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখা যায়?
উত্তরঃ আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে।

১৪) প্রশ্নঃ কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
উত্তরঃ হলদি নদী।

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটিও ট্রেন চলে না?
উত্তরঃ ভারতের সিকিম রাজ্যে ট্রেন চলাচল দূরের কথা, একটি রেলস্টেশন পর্যন্ত নেই।