‘গাছের প্রাণ আছে’ জগদীশচন্দ্র বসু কোন গাছ দেখে আবিষ্কার করেছিলেন?

কোন গাছ দেখে প্রমাণিত হয়েছিল যে গাছেরও প্রাণ আছে

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এছাড়া এর মাধ্যমে দেশ বিদেশের নানান তথ্য জানান দেয়। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফরমিক অ্যাসিড।

২) প্রশ্নঃ একটা মানুষের শরীরে কতগুলো শিরা থাকে?
উত্তরঃ ১৩৯০০০টি।

৩) প্রশ্নঃ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত?
উত্তরঃ ৬৫ বছর।

৪) প্রশ্নঃ যক্ষা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে?
উত্তরঃ ফুসফুস।

৫) প্রশ্নঃ বৃষ্টির ফোঁটার জল গোলাকার হয় কেন?
উত্তরঃ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য।

৬) প্রশ্নঃ জানেন ARMY এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Alert Regular Mobility Young.

৭) প্রশ্নঃ আইজ্যাক নিউটন কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ ইংল্যান্ডে।

৮) প্রশ্নঃ আঙ্গুরের রস থেকে মদ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তরঃ ফ্রান্স।

৯) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশকে গুদামঘর বলা হয়?
উত্তরঃ মেক্সিকোকে।

১০) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে দীর্ঘতম ব্রিজ কোন দেশে আছে?
উত্তরঃ চীন দেশে।

Image

১১) প্রশ্নঃ কোন প্রাণী থেকে বিবর্তিত হয়ে পিঁপড়ের জন্ম হয়েছে?
উত্তরঃ বোলতা জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়ে পিঁপড়ের জন্ম হয়েছে।

১২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের কোন লিখিত সংবিধান নেই?
উত্তরঃ যুক্তরাজ্যে।

১৩) প্রশ্নঃ কোন শিল্পকে ‘শিল্প দানব’ বলা হয়?
উত্তরঃ পেট্রোরসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়।

১৪) প্রশ্নঃ বিখ্যাত গাড়ি সংস্থা BMW কোন দেশের কোম্পানি?
উত্তরঃ জার্মানি দেশের কোম্পানি।

Image

১৫) প্রশ্নঃ ‘গাছের প্রাণ আছে’ জগদীশচন্দ্র বসু কোন গাছ দেখে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ লজ্জাবতী গাছ, যাকে স্পর্শ করলেই তার পাতাগুলো মুড়ে যায়। আর ‘গাছের প্রাণ আছে’ এই তথ্যটি আবিষ্কার করেছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু।