‘জীবন্ত সেতু’ আছে ভারতের কোন রাজ্যে?

ভারতের কোনটি ‘জীবন্ত সেতু’ নামে পরিচিত?

General Knowledge Quiz : চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আপনি নিশ্চয়ই জানেন। এসএসসি হোক ব্যাঙ্কিং বা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনার অনেক সহায়ক হবে।

১) প্রশ্নঃ কোন মহাসাগর দেখতে ‘S’ আকৃতির মত?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর।

২) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩৫ সালে।

৩) প্রশ্নঃ একজন মানুষ তার জীবনে কত বছর ঘুমিয়ে কাটায়?
উত্তরঃ ২৫ বছর।

৪) প্রশ্নঃ কোন ভারতীয় প্রধানমন্ত্রী তিনটি বিয়ে করেছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই।

৫) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতের প্রবেশ করতে পারে না?
উত্তরঃ উত্তর কোরিয়া।

৬) প্রশ্নঃ মানুষ প্রথমে কোন প্রাণীর দুধ পান করত?
উত্তরঃ ভেড়া।

৭) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মূলধনের রাজধানী বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।

৮) প্রশ্নঃ ইনক্লাব কথাটির অর্থ কী?
উত্তরঃ বিপ্লব, বিদ্রোহ বা আন্দোলন।

৯) প্রশ্নঃ ভারতের স্বেচ্ছায় রক্তদান প্রথম কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৪১ সালে।

১০) প্রশ্নঃ সমুদ্রের বউ কাকে বলা হয়?
উত্তরঃ গ্রেট ব্রিটেন কে।

১১) প্রশ্নঃ কোন নদীর ইলিশ মাছের স্বাদ সব থেকে ভালো?
উত্তরঃ পদ্মার ইলিশ স্বাদে অতুলনীয়।

Image

১২) প্রশ্নঃ ভারতের প্রথম ব্লাড ব্যাঙ্ক কোন শহরে তৈরি হয়েছিল?
উত্তরঃ কলকাতা শহরে।

১৩) প্রশ্নঃ কোন দেশে ক্লাস-4 পর্যন্ত কোন পরীক্ষা নেওয়া হয় না?
উত্তরঃ জাপানে।

১৪) প্রশ্নঃ কোন প্রাণী জলে বাস করে কিন্তু জল পান করে না?
উত্তরঃ ব্যাঙ।

Image

১৫) প্রশ্নঃ ‘জীবন্ত সেতু’ আছে ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মেঘালয়ের রাজধানী শিলংয়ে মাওলিনং গ্রামে থাইলিং নদীর উপরে রয়েছে একটি লিভিং রুট ব্রিজ। এখানে রবার গাছের শিকড় গুলি আড়াআড়িভাবে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পৌঁছায় আর এই ভাবেই তৈরি হয় একটি প্রাকৃতিক সেতু, যা ‘জীবন্ত সেতু’ নামেও পরিচিত।