এই ৩টি কারণে ভারতীয় দলের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অসম্ভব!

ক্রিকেটের ‘মহারণ’ অর্থাৎ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। যেখানে ১২টি দলকে টুর্নামেন্টের মূল পর্বে শিরোপা দখলের লড়াই করতে দেখা যাবে। যদিও ক্রিকেট অনুরাগীরা আশাবাদী যে এবার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে। তবে এমন কিছু সমস্যা দেখা দিয়েছে যে, ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অসম্ভব। এবার দেখে নেওয়া যাক সেই ৩টি কারণ:

১) দুর্বল ফিল্ডিং:

ভারতীয় দলের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুর্বল ফিল্ডিং, যেখানে বেশ কিছু সময় ধরেই ফিল্ডিং নিয়ে ভুগছে। ভারতীয় ফিল্ডাররা মাঠে অনেক সহজ ক্যাচ ফেলে দিচ্ছেন। সম্প্রতি এশিয়া কাপ হোক, অস্ট্রেলিয়া সিরিজ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই ছবি বারবার ধরা পড়েছে।  

এর মধ্যে আরশদীপ সিং ২০২২ এশিয়া কাপে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন, যে কারণে ভারতীয় দল ছিটকে যায়। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডেভিড মিলারের ক্যাচ নেয়ার পরেও ছক্কা হয়, কারণ সিরাজের পা বাউন্ডারির বাইরে চলে গিয়েছিল। এই বছর ভারত টি-টোয়েন্টিতে ২৫ শতাংশ ক্যাচ ফেলেছে। এই সমস্যা না মিটলে বিশ্বকাপ জেতা অসম্ভব।

২) চোটের সমস্যা:

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জসপ্রিত বুমরাহর ছিটকে যাওয়া ভারতীয় দলের সবচেয়ে বড় ধাক্কা। এই অবস্থায় ভারতীয় দল বোলিং নিয়েও সমস্যায় পড়েছে। বুমরাহকে বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় দল।

একইসঙ্গে তিনি ছাড়াও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও খেলতে পারবেন না। জানিয়ে রাখি, এশিয়া কাপে দুটি ম্যাচ খেলার পর জাদেজা ভারতীয় দলের বাইরে চলে যান। তার চোটও গুরুতর, তিনিও বিশ্বকাপের আগে ফিরতে পারবেন না। 

৩) খারাপ বোলিং:

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের তৃতীয় বড় সমস্যা হল ডেথ ওভারে দুর্বল বোলিং। আসলে ভারতীয় দলের বোলাররা বেশ কিছুদিন ধরে ডেথ ওভারে খুবই ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে। এই কারনেই এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় দলকে। 

এমন পরিস্থিতিতে ভারতীয় দল ডেথ ওভারে খারাপ বোলিংয়ের সমস্যা দূর করতে না পারলে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যেতে পারে। এছাড়াও ভারতীয় দলের আরেকটা সমস্যা হলো স্পিনারদের সাদামাটা পারফরম্যান্স। আসলে স্পিনাররা রান থামিয়ে দিচ্ছে, কিন্তু উইকেট নিতে পারছে না। এমতাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে এই পরিবর্তন আনতে হবে দলকে।