Medicine: ওষুধের পাতায় এই ফাঁকা জায়গা রাখা হয় কেন? ৯৯% মানুষের অজানা

সামান্য শরীর খারাপ হোক বা বড় অসুখ, সুস্থ থাকতে ওষুধের বিকল্প নেই। কমবেশি আপনিও ওষুধ খেয়েছেন, তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওষুধের পাতায় একটি বা দুটি খালিঘর থাকে। কিন্তু কখনো ভেবেছেন এই ফাঁকা জায়গা গুলি রাখা হয় কেন? অনেকে মনে করেন, বাড়তি গ্যাস বা বাতাস ওষুধের মধ্যে প্রবেশ করতে পারেনা। তবে এটি একমাত্র কারণ নয়। ওষুধের পাতায় ফাঁকা জায়গা রাখার বেশ কিছু কারণ রয়েছে।

Image

প্রথমত দুটি ওষুধ একেবারে গায়ে লাগলে কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। এর ফলে সেই ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে রোগী উল্টে অসুস্থ হয়ে পড়তে পারেন। অনেক ট্যাবলেট বা ক্যাপসুল এর মাত্র একটি ওষুধ থাকে। ফলে তার চারপাশে ফাঁকা জায়গা না রাখলে ওষুধের পাতার পিছনে দাম, তারিখ ডেট, ব্যাচ নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লেখার জায়গা থাকে না। তাই ওষুধের চারপাশে কিছুটা জায়গা অতিরিক্ত রাখতেই হয়।

আবার অনেকেই গোটা পাতা কেনেন না। ফলে একটি বা দুটি ওষুধ কেটে বিক্রি করলে ওষুধের পাতার পিছনে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কেটে যাওয়া সম্ভাবনা থাকে। তাই ওষুধের মাঝের ফাঁকা জায়গার উল্টোদিকে এক্সপায়ারি ডেট, নাম সহ নানান তথ্য লেখা থাকে। যাতে পাতা থেকে কেটে খুচরো ওষুধ বিক্রি করলেও তথ্যগুলি ওষুধের পাতার পিছনে থেকে যায়।

অনেকে মনে করেন পাতাগুলি সুন্দরভাবে সাজানোর জন্য এমনটা করা হয়ে থাকে। কিন্তু তা সম্পূর্ণ ভুল। ওষুধের পাতায় ফাঁকা জায়গা রাখার পিছনে একাধিক কারণ রয়েছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এগুলিও জেনে রাখা ভালো।