ঈশান কিষাণ মাঠে নামার আগেই সবাইকে বলেছিলেন, ‘প্রথম বলেই একটি ছক্কা মারবো’

ভারতের হয়ে নিল জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের প্রথম খেলোয়াড় হয়েছেন ঈশান কিশান। শুধু তাই নয়, মাঠে নামার আগেই নাকি সতীর্থদের আগেই বলে গিয়েছিলেন প্রথম বলে ছক্কা হাঁকাবেন।

Image

এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ২৬৩ রানের লক্ষ্যমাত্রা রাখে। এরপর ওপেনার পৃথ্বী শ ঝড়ের গতিতে ইনিংস শুরু করেন এবং শেষ পর্যন্ত তিনি ২৪ বলে ৪৩ রানে আউট হন। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের প্রতিশ্রুতি রাখেন ঈশান কিশান। এছাড়া তার ৪২ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংসটি ভারতীয় দলের জয়ের জন্য আরও সহজ হয়ে যায়।

ম্যাচ শেষে ‘চাহাল টিভি’-র সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন ঈশান কিশান। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরতেই শুরু হয়ে গেছে আবার চাহাল টিভি। শ্রীলঙ্কাকে প্রথম একদিনের ওয়ানডে ম্যাচে হারানোর পর ঈশান কিশানের সাক্ষাৎ নেন যুজবেন্দ্র চাহাল। আর সেখানেই তিনি তার প্রথম বলে ছক্কা মারার রহস্যটি ফাঁস করেন।

Image

ঈশান কিশান জানিয়েছেন, “মাঠের পরিবেশটা আমার জন্য একেবারে উপযুক্ত ছিল। এছাড়া প্রথমে ৫০ ওভার উইকেটকিপিং করে বুঝেছিলাম এটা স্পিনারদের জন্য খুব একটা সহায়ক পিচ নয়। তাই বুঝে গিয়েছিলাম প্রথম বলে ছক্কা মারার সুযোগ রয়েছে। সতীর্থদের সেটা অবশ্য বলেওছিলাম, ওদের যে-ই বল করুক, যেখানেই বল ফেলুক, প্রথম বলেই আমি ছয় মারব।’’

ঈশানের কাছ থেকে চাহাল জানতে চান তিনি ভয় পাননি? এর উত্তরে তিনি বলেন, “নেটে খুব ভালো প্র্যাকটিস করেছি তাই ভেবেছিলাম ম্যাচেও সেই জিনিসটাই করতে হবে। জানতাম বলটা যদি আমার পছন্দের জায়গায় পড়ে, তাহলে নিশ্চিত মাঠের বাইরে পাঠাতে পারবো।”

তিনি আরও বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার জন্মদিনেই প্রথম ওয়ানডে ম্যাচ খেলি। সবাই আমাকে রিটার্ন গিফটের কথা বলেছিল, তাই আমি দলকে জেতানোর জন্য একটি ভালো ইনিংস উপহার দিলাম।