পাঁচ ভারতীয় ওপেনার যারা আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করেছেন

দলকে বড় রানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওপেনারদেরই সবচেয়ে বেশি ভূমিকা থাকে। ক্রিকেট বিশ্বে এমন অনেক দুর্দান্ত ওপেনার রয়েছেন যারা তাঁর দলের হয়ে প্রচুর রান করেছেন। এদিন শ্রীলংকার বিপক্ষে শ্রীলংকার বিপক্ষে ওপেন করতে নেমে শিখর ধাওয়ান তার আন্তর্জাতিক কেরিয়ারে ১০,০০০ রান পূর্ণ করেন।

👉🏻 এবার দেখে নেওয়া যাক, যে ৫ ভারতীয় ওপেনার ১০ হাজার রানের গণ্ডি পার করেছেন:

১) বীরেন্দ্র শেহবাগ: ১৫,৭৫৮ রান

Virender Sehwag reveals secret behind his fearless batting! - Fankick

যখনই কোনো বিধ্বংসী ওপেনারের প্রসঙ্গ উঠবে সবার প্রথমে বীরেন্দ্র শেহবাগের নাম আসবে। তিনি কেরিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাট করতেন, এরপর সৌরভ গাঙ্গুলীই তাকে ওপেন করার সুযোগ দিয়েছিলেন। পরিসংখ্যান বলছে তিনি ওপেনার হিসেবে ১৫,৭৫৮ রান করে এই তালিকায় শীর্ষে রয়েছেন।

২) শচীন টেন্ডুলকার: ১৫,৩৩৫ রান

India at Asia Cup, by the numbers: From Tendulkar's 100th ton to the only  Indian to

অধিকাংশ ব্যাটিং রেকর্ডগুলি ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারের দখলে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান ওপেনার হিসেবে ১৫,৩৩৫ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শচীন টেন্ডুলকার একমাত্র ব্যাটসম্যান যার কেরিয়ারে ১০০টি সেঞ্চুরি রয়েছে।

৩) সুনীল গাভাস্কার: ১২,২২৮ রান 

Sunil Gavaskar once faced 174 balls to score 36 runs in Word Cup ODI | Sunil  gavaskar, Latest cricket news, Cricket news

ভারতীয় ক্রিকেট ইতিহাসের যে সকল কিংবদন্তি ব্যাটসম্যান রয়েছেন তাদের মধ্যে অন্যতম সুনীল গাভাস্কার। জানিয়ে রাখি, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান সংগ্রহ করেন। তিনি ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১২,২২৮ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

৪) রোহিত শর্মা: ১০,৭৩৬ রান

आकाश चोपड़ा का कहना है 350 से ज्यादा रन बनाने के लिए रोहित शर्मा की जरूरत

বর্তমান ভারতীয় ওপেনার রোহিত শর্মা একজন দুর্ধর্ষ ওপেনার হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনিও কেরিয়ারের শুরুর দিকে শেহবাগের মতই মিডল অর্ডারে ব্যাটিং করতেন। এরপর ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নির্দেশে ওপেনিং করতে নেমে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ওপেনার হিসেবে ১০,৭৩৬ রান করেছেন।

৫) শিখর ধাওয়ান: ১০,০৫১* রান

Shikhar Dhawan on Rahul Dravid: We have good chemistry

এদিন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি ছাড়িয়ে যান। ভারতীয় দলের নেতৃত্ব হাতে পেয়ে ৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থাকেন।