আইপিএল (CSK vs DC): ১২ বছর পর আবারও লজ্জাজনক ইনিংস খেললেন মহেন্দ্র সিং ধোনি

প্লে-অফে কোয়ালিফাই করার জন্য আর বাড়তি চাপ নেই ধোনিদের। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস প্লে-অফে জায়গা করেছে। এছাড়াও দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্লে-অফে প্রবেশ করেছে। তবে এদিন মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে আবার একটি লজ্জাজনক ইনিংস খেলে ১২ বছর আগের কথা মনে করালেন।

CSK vs DC | Twitter reacts on MS Dhoni's scratchy 27-ball 18 against Delhi Capitals

২০২১ আইপিএলের ৫০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে শ্লথ গতির ইনিংস খেললেন। এক সময় যে ধোনির হার্ড হিটিং ছিল প্রতিপক্ষের বিভীষিকা। কিন্তু এদিন ইনিংসের শুরু থেকেই বলকে ঠিকমতো টাইম করতে পারলেন না তিনি।

মহেন্দ্র সিং ধোনি ২৭ বলের মুখোমুখি হয়ে করেছেন মাত্র ১৮ ফ্যান। আইপিএলের ইতিহাসে যেসব ইনিংসে তিনি কমপক্ষে ২৫টি বল খেলেছেন তার মধ্যে এটি সবচেয়ে শ্লথ ইনিংস। ২৭টি বলের মধ্যে ১০টি বল ডট করেন। এদিন তার স্ট্রাইক রেট ছিল ৬৬.৬। ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন ম্যাচের মধ্যে না থাকায় তার ব্যাটিং এর ছন্দপতন ঘটেছে।

Chennai Super Kings No Longer Need MS Dhoni The Batsman

আরো একটি আশ্চর্যের বিষয় হলো যে তিনি একটি ও ছক্কা কিংবা বাউন্ডারি হতে পারেননি। এখনো পর্যন্ত আইপিএলে যে ইনিংসে ধোনি ২৫টি বল খেলেছেন অথচ একটি বাউন্ডারি মারতে পারেনি এমনটা ১২ বছর আগে ঘটেছিল। ২০০৯ সালে আরসিবির বিপক্ষে। সেই ইনিংসে তিনি ২৮ বলে ৩০ রান করেছিলেন।

IPL 2019: Twitter divided over MS Dhoni's run-out in final - The Statesman

এদিন চেন্নাই সুপার কিংস এর টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। ম্যাচের নবম ওভারে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ছিলেন সিএসকে অধিনায়ক। রাইডু সাথে তিনি পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি বাঁধেন। কিন্তু এসেছে ৬৪ বলে। ২৩টি ডট বল দেন তারা। শেষ পর্যন্ত সিএসকে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ম্যাচের ২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়।