আইপিএল: বিরাট কোহলির পর আরসিবি দলে যে ৩ জনের মধ্যে অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে

আইপিএল দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা করেনযে তিনি এবার নেতৃত্ব ছাড়তে চলেছেন। তবে তিনি আরসিবির হয়ে খেলা চালিয়ে যাবেন। এই ঘোষণার পরেই ক্রিকেটমহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে আরসিবি দলের নতুন অধিনায়ক কে হবেন সেই নিয়ে।

IPL 2020 : Virat Kohli rues RCB's butterfingers, 'dropped catches again  proved costly'

তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার কোহলির পরিবর্তে তিন জন ক্রিকেটারের অধিনায়ক হওয়া নিয়ে নাম সুপারিশ করেছেন। তবে তার এমন প্রতিক্রিয়া দেখে অনেকেই বিচলিত হয়েছেন। আবার কেউ কেউ সমর্থনযোগ্য বলেও মনে করছেন।

 

ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার কোহলির পরিবর্তে যে ৩ জন খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন তাঁরা হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব আর তার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জানিয়ে রাখি, ২০১৬ আইপিএলে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল।

IPL 2020, SRH vs MI as it happened: Warner, Saha take SRH into the playoffs

আসলে ২০২২ আইপিএলে অনেক সমীকরণ বদলে যাবে, কারণ আটটি দলের পরিবর্তে এবার আইপিএল হবে দলটি দলের। স্বাভাবিকভাবেই দলবদল এর পালা চলবে আর সেই কথাই মাথা রেখে সঞ্জয় মঞ্জরেকার মনে করছেন আরসিবি দলে বড় পরিবর্তন আসবে।

MI vs RCB - IPL 2020 - Talking Points - Do RCB still rely too heavily on  Virat Kohli and AB de Villiers?

ইএসপিএন ক্রিকইনফো দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় মঞ্জরেকার জানিয়েছেন, “প্রথমত আমি এবি ডি ভিলিয়ার্সের নাম নেব না কারণ তিনি একজন অসাধারণ ক্রিকেটার কিন্তু কতদিনই বা আর তাকে পাওয়া যাবে। আমি এমন একজনকে চাই, যে কমপক্ষে তিন বছর অধিনায়কত্ব চালিয়ে যাবে। নেতৃত্ব দেয়ার ব্যাপারে অবশ্যই কায়রন পোলার্ড এর কথা বলব। এরপর সূর্যকুমার যাদব ও ডেভিড ওয়ার্নার। এই তিনজনই অধিনায়ক পদের উপযোগী।”

From Virat Kohli to Axar Patel - 3 retentions in IPL history which raised  eyebrows | Cricket News

২০০৮ সাল থেকে বিরাট কোহলি আরসিবি দলের হয়ে খেলছেন। ২০১১ সালে নেতৃত্ব ভার কাঁধে পাওয়ার পরও একবারও আইপিএল ট্রফি স্পর্শ করতে পারেননি। ২০১৬ সালে তার নেতৃত্বে আরসিবি দল দুর্দান্ত পারফরম্যান্স করে ও রানার্স হয়েছিল।