GK ক্যুইজ : ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা কোন সিম কোম্পানি চালু করেছিল?

কোন সিম কোম্পানি প্রথমে ভারতে ইন্টারনেট চালু করে?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তাই নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। এগুলি কেবল নলেজই বৃদ্ধি করে না, মানুষকে স্মার্টও করে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্যটি গঠিত হয়েছিল?
উত্তরঃ অন্ধ্র প্রদেশ ভাষাগত ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য। এটি ১লা অক্টোবর, ১৯৫৩ এ গঠিত হয়েছিল। দীর্ঘ আন্দোলনের পর এই রাজ্যটি তেলুগু-ভাষী মানুষের জন্য গঠিত হয়েছিল।

২) প্রশ্নঃ ভারতের সাদা রঙের মরুভূমি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাটে সাদা রঙের মরুভূমি অবস্থিত।

৩) প্রশ্নঃ বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার কত বছর পর সন্ধান পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ৭৩ বছর পর। ১৯১২ সালে আটলান্টিকের অতলে ডুবে গিয়েছিল টাইটানিক। এরপর অনেক খোঁজাখুঁজি পর ১৯৮৫ সালে উদ্ধার হয়।

৪) প্রশ্নঃ ভারতবর্ষের প্রথম রানী কে ছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার স্ত্রী দুর্ধারা ছিলেন ভারতের প্রথম রাজা ও রানী (৩২২ খ্রিস্টপূর্বাব্দ)।

৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখি কোনটি?
উত্তরঃ পেরেগ্রিন ফ্যালকন। এরা ঘণ্টায় ৩২০ কিমি এর বেশী বেগে উড়তে পারে।

৬) প্রশ্নঃ প্রকৃতির ইঞ্জিনিয়ার কাদের বলা হয়?
উত্তরঃ পাখিদের প্রকৃতির ইঞ্জিনিয়ার বলা হয়।

৭) প্রশ্নঃ বছরের সবচাইতে ছোট দিন কোন তারিখে হয়? 
উত্তরঃ জানেন ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন! অর্থাৎ, এই দিনে সূর্যের আলো পৃথিবীর একটি বিশেষ অংশে সবচেয়ে কম সময়ের জন্য পড়ে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে উচ্চ গতিতে গাড়ি চালালে মিউজিক বেজে ওঠে?
উত্তরঃ জাপানের একটি রাস্তায় উচ্চ গতিতে গাড়ি চালালেই মিউজিক বেজে ওঠে। এটি মিউজিক রোড নামে পরিচিত।

৯) প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি?
উত্তরঃ নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম ও অরুণাচল প্রদেশ — ভারতের এই চার রাজ্যে সরকারি ভাষা ইংরেজি।

Image

১০) প্রশ্নঃ ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা কোন সিম কোম্পানি চালু করেছিল?
উত্তরঃ বিএসএনএল (BSNL) প্রথম ভারতীয় সিম কোম্পানি, যারা ইন্টারনেট চালু করেছিল