ক্যুইজ : এমন কোন অপরাধ যা চেষ্টা করলে শাস্তি হয়, কিন্তু করা হলে শাস্তি হয় না?

কোন অপরাধ করলে শাস্তি হয় না?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এ সময় যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে তারা সহজেই ঘাবড়ে যান। আপনিও যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে উত্তর দিতে পারবেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা পাঠকদের অনেক সহায়ক হবে।

১) প্রশ্নঃ গঙ্গা নদীকে কবে ‘জাতীয় নদী’ হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ গঙ্গা নদীকে ৪ নভেম্বর, ২০০৮ সালে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়।

২) প্রশ্নঃ বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত?
উত্তরঃ তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত।

৩) প্রশ্নঃ ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) নামক মিশনে কোন দেশ থেকে ভারতীয়দের নিয়ে আসা হয়েছে?
উত্তরঃ ইউক্রেন।

৪) প্রশ্নঃ কোন রাস্তা কে ন্যাশনাল হাইওয়ে-২ বলা হয়?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড (Grand Trunk Road) অর্থাৎ জি টি রোডকে জাতীয় সড়ক-২ বলা হয়।

৫) প্রশ্নঃ বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যে দেশের খেলোয়াড় সেই দেশের রাজধানীর নাম কী?
উত্তরঃ বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের খেলোয়ার আর সেই দেশের রাজধানীর নাম হলো লিসবন।

Image

৬) প্রশ্নঃ যেকোন ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কি বলা হয়?
উত্তরঃ হোমপেজ (Home Page)।

৭) প্রশ্নঃ ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ক্লিমেন্ট অ্যাটলি (Clement Attlee)।

৮) প্রশ্নঃ বল্লভ ভাই প্যাটেল কে ‘সর্দার’ উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী।

৯) প্রশ্নঃ কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম সম্পর্কিত?
উত্তরঃ আলিপুর ষড়যন্ত্র মামলা (Alipore Conspiracy Case)।

Image

১০) প্রশ্নঃ এমন কোন অপরাধ যা চেষ্টা করলে শাস্তি হয়, কিন্তু করা হলে শাস্তি হয় না?
উত্তরঃ আত্মহত্যা হলো সেই অপরাধ।