ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরাও কম যান না, কে কোন পেশায় যুক্ত জানলে অবাক হবেন

কোন কোন পেশায় যুক্ত রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্ত্রীরা, জেনে নিন

ভারতে ক্রিকেটারদের কার্যত ঈশ্বরের আসনে বসানো হয়। এমনকি প্রিয় খেলোয়াড়দের পারফরম্যান্স বাদেও, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানতে কৌতুহল দেখান অনুরাগীরা। তাই এই প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট দলের স্ত্রীদের সম্পর্কে জানানো হয়েছে, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন। এবার তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

সাক্ষী ধোনি (Sakshi Dhoni): এদিন গুজরাটকে হারিয়ে পাঁচবারের আইপিএল শিরোপা জিতেছেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং প্রতিটি ম্যাচেই তার স্ত্রী সাক্ষীকে উপস্থিত থাকতে দেখা গেছে। সাক্ষী একসময় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ম্যানেজমেন্ট এর কাজ করতেন। বর্তমানে তিনি ‘সাক্ষী ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থা চালান গরিব শিশুদের উন্নতির জন্য।

ঋত্বিকা সাজদেহ (Ritika Sajdeh): বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋত্বিকা বিয়ের আগে একটি স্পোর্টস ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন। এখনও বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্ট গুলির সাথে যুক্ত রয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা চৌধুরী (Priyanka Chowdhury): সুরেশ রায়না স্ত্রী প্রিয়াঙ্কা বিয়ের আগে নেদারল্যান্ডের একটি ব্যাঙ্কের আইটি পেশাদার হিসেবে যুক্ত ছিলেন। এরপর রায়না তার ছেলেবেলার বান্ধবীকে ২০১৫ সালে বিয়ে করেন।

দীপিকা পল্লিকাল (Deepika Pallikal): দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পল্লিকাল একজন স্কোয়াশ খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন এবং দশম খেলোয়াড় হিসেবে স্থান অর্জন করেছিলেন।

অঞ্জলি টেন্ডুলকার (Anjali Tendulkar): শচীন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি একজন পেশায় চিকিৎসক ছিলেন। কিন্তু বিয়ের পর সাংসারিক চাপ ও বাচ্চাদের দেখাশোনার জন্য তিনি তার পেশা থেকে অবসর নিয়েছিলেন।

ডোনা গাঙ্গুলী (Donna Ganguly): সৌরভ-ডোনার প্রেম কাহিনী প্রত্যেকের জানা। এই মহারাজের স্ত্রী একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। কলকাতায় দীক্ষা মঞ্জরী নামে ডোনা গাঙ্গুলীর একটি নৃত্য ইনস্টিটিউট রয়েছে।

অনুষ্কা শর্মা (Anushka Sharma): বিরাট কোহলি স্ত্রী সর্বদাই খবরের শিরোনামে থাকেন এবং প্রতিটি ম্যাচে তার স্বামীকে উৎসাহ জোগাতে গ্যালারিতে দেখা যায়। অনুষ্কা বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন এবং প্রযোজকও। তবে সম্প্রতি খবর অনুযায়ী, অভিনয় জগৎ থেকে তিনি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সঞ্জনা গনেশান (Sanjana Ganesan): বর্তমান ভারতের ফার্স্ট বোলার জাসপ্রিত বুমরাহর স্ত্রী সঞ্জনা গনেশান, যিনি একজন ক্রীড়া সঞ্চালিকা। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্স এর একটি বিশেষ শো এর পরিচালনা করতেন।

ধনশ্রী ভার্মা (Dhanasree Verma): বর্তমান ভারতের ক্রিকেট দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক। তবে তিনি বিয়ের পর পেশাগত জীবন থেকে অবসর নিয়েছেন।

বিজেতা পেনধারকার (Vijeta Pendharkar): প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের স্ত্রীর নাম বিজেতা, যিনি পেশায় একজন মেডিকেল সার্জন।

রিভাবা জাদেজা (Rivaba Jadeja): ২০২৩ আইপিএল ফাইনালে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পারফরমেন্সের পর তার স্ত্রী রিভাবাকেও মাঠে দেখা গিয়েছিল এবং শাড়ি পরিহিত ও ঘোমটা দিয়ে সকলের নজর কাড়েন তিনি। রিভাবা পেশায় একজন রাজনৈতিক নেত্রী, যিনি বিজেপি দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।

Image