সিঁদুর দেখে বোঝা যায় মেয়েটি বিবাহিত, কিন্তু ছেলেদের কী দেখে বোঝা যায় তারা বিবাহিত?

কী দেখে বোঝা যায় ছেলেরা বিবাহিত?

Interview Questions: আজকাল ইন্টারনেটে ইন্টারভিউ এর বিভিন্ন প্রশ্ন গুলি ভাইরাল হতে দেখা যায়। যদিও সাধারণ জ্ঞানের ভিত্তিতেই বেশি প্রশ্ন করা হয় ইন্টারভিউগুলিতে।আসলে যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান বা বিভ্রান্ত হয়ে পড়েন। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ পেট্রোলিয়াম কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তরঃ শিলা তেল (Rock Oil)।

২) প্রশ্নঃ ভারতের একটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম বলুন?
উত্তরঃ ONGC (Oil and Natural Gas Corporation)

৩) প্রশ্নঃ রাজস্থানের মরুভূমির উর্বর অংশের নাম কি?
উত্তরঃ রোহি।

৪) প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ কাবেরী নদীতে।

৫) প্রশ্নঃ সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে যুক্ত করেছে?
উত্তরঃ দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা।

৬) প্রশ্নঃ দেবতাদের বাসস্থান বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ উত্তরাখণ্ডকে।

৭) প্রশ্নঃ ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রণ কেন্দ্র রয়েছে?
উত্তরঃ শালবনীতে।

৯) প্রশ্নঃ ORS-এর পূর্ণ নাম কী?
উত্তরঃ ওরাল রিহাইড্রেশন সল্ট।

১০) প্রশ্নঃ মহাভারতে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, সেটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হরিয়ানায়।

১১) প্রশ্নঃ ইরাক দেশটির প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ মেসোপটেমিয়া।

১২) প্রশ্নঃ মেঘালয় রাজ্যটির নামকরণ করেছেন এক বাঙালি ভূগোলবিদ, কে তিনি?
উত্তরঃ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।

১৩) প্রশ্নঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২)।

১৪) প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের খলনায়ক জেনারেল ডায়ারকে গুলি করে কে খুন করেন?
উত্তরঃ সর্দার উধম সিং।

১৫) প্রশ্নঃ শাঁখা সিঁদুর দেখে বোঝা যায় মেয়েটি বিবাহিত, কিন্তু ছেলেটি বিবাহিত কিনা কীভাবে বুঝবেন?
উত্তরঃ যদিও এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ডিজিটাল যুগে ছেলেটির ফেসবুক প্রোফাইল দেখে বোঝা যায়, সে বিবাহিত কিনা। আসলে অনেক বিবাহিত ছেলে তাদের প্রোফাইলে ‘married’ কথাটি লিখে রাখে।