T20 বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ৩ বার মুখোমুখি হয়েছে, আর প্রতিবারই হেরেছে ভারতীয় দল

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে কার্যত সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ। তবে একমাত্র নিউজিল্যান্ডই দল একমাত্র দল, যারা ভারতের বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজিত হয় নি। এর আগেও দুইবার মুখোমুখি হয়েছিল, যেখানে ভারতীয় দলকে তারা পরাজিত করে।

আজকের প্রতিবেদনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ড যে তিনবার মুখোমুখি হয়েছিল, সে বিষয়ে জেনে নেওয়া যাক:-

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ:

When India Lost 1st T20 International Against New Zealand In World Cup 2007.

২০০৭ উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৯০ রান তোলে। ব্যাটিংয়ে অবদান রাখেন ব্রেন্ডন ম্যাককুলাম (৪৫) ও ক্রেগ ম্যাকমিলান (৪৪)। জবাবে ভারতীয় দল ৯ উইকেট হারিয়ে ১৮০ রান তুলতে সক্ষম হয়। গৌতম গম্ভীর (৫১) ও বীরেন্দ্র শেহবাগ (৪০) ছাড়া তেমন কেউ রান পাননি। ১০ রানের জন্য পরাজিত হয় তরুণ ভারতীয় দল। ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।

২০১৬ টোয়েন্টি বিশ্বকাপ:

Men's T20I Spells Of The Decade, No.5: Mitchell Santner's Grand Arrival

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১৬ টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। কিউই দল প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেটে ১২৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ৪৩ রানের মাথায় ৭টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধির দাপটে ৭৯ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মহেন্দ্র সিং ধোনি (৩০)। এই ম্যাচে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মিচেল স্যান্টনার।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ:

T20 World Cup 2021 Today Match Kane Williamson New Zealand Beat India  Twitter Slams Virat Kohli| IND vs NZ T20 Scorecard - The News Motion

পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর এটি ছিল ভারতের কাছে মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু এবারেও রক্ষা হলো না। প্রতিবারই নিউজিল্যান্ডের বোলিংয়ের দাপটে বিপর্যস্ত হয়েছে ভারতীয় ব্যাটিং দুর্গ। এদিনও টসে হেরে বিরাট কোহলিরা প্রথমে ব্যাটিং নিতে বাধ্য হয়। নির্ধারিত কুড়ি ওভারে ভারতীয় দল কোন রকমে ১১০ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ১৪.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিরাট কোহলি ও রোহিত শর্মার দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইশ সোধি।