হারের প্রতিশোধ নিতে এই বড় টুর্ণামেন্টে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান

ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই সারা ক্রিকেট সারা বিশ্বের ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন এই ম্যাচের দিকে তাকিয়ে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে পরাজিত করে পাকিস্তান দল। এই প্রথমবার কোনও বিশ্বকাপ টুর্ণামেন্টে ভারতকে হারাতে সফল হয় তারা। তবে ফের একবার একটি বড় টুর্ণামেন্টে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া হারের মধুর বদলা নিতে মরিয়া হয়ে থাকবে। 

India vs Pakistan match in T20 World Cup 2021 creates history, here's how

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে বিরাট কোহলি পর নতুন অধিনায়ক নির্বাচিত হন রোহিত শর্মা। একটি ক্রীড়া সংবাদ সূত্র অনুযায়ী, আগামী ২০২২ সালে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই টুর্নামেন্টে প্রতিটি ক্রিকেট খেলা এশিয়ার দেশগুলো অংশগ্রহণ করবে। সুতরাং ভারত পাকিস্তানের মধ্যে ফের একবার সংঘর্ষ দেখা যেতে পারে। 

T20 World Cup: Bollywood stars from Akshay Kumar to Preity Zinta see India and Pakistan match in Dubai | Entertainment-photos – Gulf News

সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠকে শ্রীলঙ্কাকে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরপর ২০২৩ সালে ওয়ানডে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তবে এই ক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে। এমনিতেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানীতে ঢেকে গেছে আর অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে কোন দলই পাকিস্তানে সফর করতে চায় না।

3 learnings for India from India-Pakistan match in T20 World Cup 2021

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে আততায়ী হামলা হয়। যদিও সেই যাত্রায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা প্রাণে বেঁচে ফিরে ছিলেন। এমন বর্বরোচিত ঘটনার পর আর কোন দেশ ঝুঁকি নিতে চায় না। এছাড়াও আগামী বছর (২০২২ সাল) অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সম্ভবত এখানেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।