GK কুইজ : কলকাতা নয়, জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি?

রাজ্যে সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি জানেন?

General Knowledge Quiz: সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি পড়তে যেমন ভালো লাগে তেমন আকর্ষণীয়। এটি এমন একটি বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নেই। এমনকি শিক্ষার্থীদের ক্ষেত্রে জেনারেল নলেজের প্রশ্নগুলি জেনে রাখা উচিত, কারণ বেশিরভাগ চাকরির পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি আসে। পরীক্ষার কয়েকটি সম্ভাব্য প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটিকে মৌসুমী রাজ্য বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গ কে।

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের খরার জেলা কাকে বলে?
উত্তরঃ পুরুলিয়া কে।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ বিশ্বভারতী বিদ্যালয় (১৯২১ সাল)।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে শুধুমাত্র বিদেশীদের চিকিৎসা হতো?
উত্তরঃ ১৭০৭ থেকে ১৭৭০ পর্যন্ত পিজি হাসপাতালে শুধুমাত্র বিদেশীদের চিকিৎসা হতো। ১৮৭৩ সালে প্রথম ভারতীয় হিসেবে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন। ১৯৫৪ সালে পিজি নাম বদল করে শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (SSKM) রাখা হয়।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন ডাক্তার মাত্র এক টাকায় রোগী দেখার জন্য পদশ্রী পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ বোলপুরের ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

Image

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়?
উত্তরঃ নদীয়ার ফুলিয়া কে।

৭) প্রশ্নঃ ভারতের মধ্যে সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, প্রথমে উত্তর প্রদেশ।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন কোনটি?
উত্তরঃ শিলিগুড়ি টাউন স্টেশন, এটি দেশের তৃতীয় সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন।

Image

৯) প্রশ্নঃ হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?
উত্তরঃ নেতাজি এক্সপ্রেস।

১০) প্রশ্নঃ মন্দিরের নগর কোন শহরকে বলা হয়?
উত্তরঃ বারাণসী কে।

১১) প্রশ্নঃ বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে?
উত্তরঃ নবদ্বীপ কে।

১২) প্রশ্নঃ নীল পর্বত কোন পর্বতকে বলা হয়?
উত্তরঃ নীলগিরি পর্বত কে।

১৩) প্রশ্নঃ ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ বেঙ্গালুরু কে।

১৪) প্রশ্নঃ এশিয়ার রোম বলা হয় কোন শহরকে?
উত্তরঃ দিল্লি কে।

১৫) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর (২০১১ সালের গণনা অনুযায়ী এই জেলার শতকরা ৮৭.৬৬ মানুষ শিক্ষিত, যেখানে কলকাতা ৮৭.১৪%।)