ইন্টারভিউ প্রশ্ন: নারীদের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?

Interview Questions: প্রতিটা ছাত্রের স্বপ্ন থাকে উচ্চপদস্থ পদে চাকরি করা। তাই অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি নেয়। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার কথা বললে UPSC পরীক্ষাকে গণ্য করা হয়। এতে প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এমন প্রশ্ন করা হয় যার উত্তর দেওয়া কঠিন। অনেক সময় তারা বিভ্রান্ত হয়েও পড়ে। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে..

১) প্রশ্ন: বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায়?
উত্তর: অনেক দায়িত্ব।

২) প্রশ্ন: ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন?
উত্তর: র‍্যাডক্লিফ লাইন।

৩) প্রশ্ন: ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুন।

৪) প্রশ্ন: ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত?
উত্তর: ৮২°৩০’ পূর্ব।

৫) প্রশ্ন: কে নিজে খায় না, কিন্তু নিজের মুখে অন্যকে খাওয়ায়?
উত্তর: চামচ।

৬) প্রশ্ন: রাজধানী দিল্লির বিমান বন্দরের নাম কি?
উত্তর: ইন্দিরা গান্ধী বিমানবন্দর।

Image

৭) প্রশ্ন: কোন জিনিস ছেলেদের শক্ত ও মেয়েদের নরম?
উত্তর: মন। 

৮) প্রশ্ন: ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: জামনগর, গুজরাট।

৯) প্রশ্ন: কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

১০) প্রশ্ন: স্ত্রীর সবকিছু নিলেও স্বামী একটি জিনিস নেয় না, কী?
উত্তর: পদবি। 

১১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ কাকে বলা হয়?
উত্তর: বর্ধমান।

১২) প্রশ্ন: ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: গুরগাঁও, হরিয়ানা।

Image

১৩) প্রশ্ন: ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
উত্তর: মুম্বাই।

১৪) প্রশ্ন: কে আপনার সব সময় সামনে থাকে কখনো পিছনে যায় না?
উত্তর: ভবিষ্যৎ।

১৫) প্রশ্ন: নারীদের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?
উত্তর: চোখ (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই প্রশ্নের মধ্যে নারীর প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছিল)।