বুদ্ধির খেলা: কোনো মেয়ে অঙ্কে ১৬ আর ইংরেজিতে ২১ পায়, তাহলে তার নাম কী হবে?

কী হবে মেয়েটির নাম যদি সে অঙ্কে ১৬ পায় আর ইংরেজিতে ২১?

Brain Teaser: সোশ্যাল মিডিয়ায় আজকাল চোখ রাখলেই বিভিন্ন ধরনের ধাঁধাগুলি দেখা যায়। কখনো এর মধ্যে লুকিয়ে থাকা বস্তুটিকে আবার কখনো পার্থক্যগুলি সনাক্ত করতে হয়। এছাড়াও সবচেয়ে বড় আকর্ষণীয় ও মজাদার হল নাম অনুসন্ধান করা। এগুলি মানুষের মন ও মস্তিষ্ককে সচল করে তোলে।

আজকের এই প্রতিবেদনেও এমনই একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে, যাকে সমাধান করতে অনেকেই হয়তো হিমসিম খাবেন। এর জন্য আপনাকে পুরোপুরি প্রস্তুত হতে হবে। এর মাধ্যমে আইকিউ লেভেল পরখ করে নেওয়ারও একটি দুর্দান্ত উপায়। আর যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হবেন তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

এখানে ধাঁধাটি হলো, একটি মেয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর দুটি অনুসন্ধান করে বলতে হবে নাম কী হবে। মেয়েটি অঙ্ক বিষয়ে ১৬ আরেকটি ইংরেজি বিষয়ে ২১ নম্বর পেয়েছে। এবার আপনাকে গাণিতিক বুদ্ধি খাটিয়ে হোক বা পারিপার্শ্বিকভাবে চিন্তা করে বলতে হবে এই মেয়েটির নাম কী হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই ধরনের ধাঁধার সমাধানের মাধ্যমে আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে উঠবে। ফলে যতই কঠিন সিদ্ধান্ত নিতে হোক না কেন, আপনি সহজে নিতে পারবেন। এগুলি মস্তিষ্কের জন্য খুবই ভালো ব্যায়াম। আপনার সুপ্ত বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে।

আশা করি এই চ্যালেঞ্জটি আপনি পেরেছেন এবং এর জন্য আপনাকে অনেক অভিনন্দন। কিন্তু যারা ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই। আসলে এখানে গাণিতিক ও ইংরেজি দুই ব্যবহার করা হয়েছে। ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি কত নম্বর রয়েছে, তা দিয়েই সমাধান করা হয়েছে। যেমন, ইংরেজি বর্ণমালার ১৬ নম্বর অক্ষর টা হল P, আর ২১ নম্বর অক্ষর টা হল U, তাহলে মেয়েটি নাম হবে PU (পিউ)।