GK কুইজ : ভারতবর্ষের জাতীয় রঙ কী? অনেকেই ভুল উত্তরটি জানেন

ভারতবর্ষের জাতীয় রঙ কোনটি, তা অনেকেরই অজানা

General Knowledge Quiz: চাকরির পরীক্ষার সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এইসময় যারা ইন্টারভিউ নেন, তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন, যার ফলে সহজেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাই বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ‘পাকিস্তান’ নামক গ্রাম রয়েছে?
উত্তরঃ পাকিস্তান হল ভারতের বিহার রাজ্যের অন্তর্গত পূর্ণিয়া জেলার একটি গ্রাম।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়?
উত্তরঃ কেরালাকে।

৩) প্রশ্নঃ চিনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেছিলেন??
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়।

৪) প্রশ্নঃ কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ ফরওয়ার্ড ব্লক, ১৯৩৯ সাল।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি সর্বাধিক সংখ্যক দেশের সাথে স্থলভাগ সীমান্ত ভাগ করেছে?
উত্তরঃ ১৪টি দেশের সাথে স্থলভাগ সীমান্ত ভাগ করেছে চীন। যথা- আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং ভিয়েতনাম।

৬) প্রশ্নঃ কে সান্ডার্স কে হত্যা করেছিলেন?
উত্তরঃ ভগৎ সিং।

৭) প্রশ্নঃ ভাস্কো দা গামা কোথাকার বাসিন্দা ছিলেন?
উত্তরঃ পর্তুগাল।

৮)প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সূর্য ২ ঘন্টা আগে উদিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

Image

৯) প্রশ্নঃ সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র গ্রহ।

১০) প্রশ্নঃ কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি?
উত্তরঃ হীরা।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া সুলতানা।

১২) প্রশ্নঃ মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তরঃ ফুলকা।

১৩) প্রশ্নঃ কোন দেশে সোনার গাড়ি চলে?
উত্তরঃ সৌদি আরব।

Image

১৪) প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তরঃ পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯ সালে।

১৫) প্রশ্নঃ ভারতবর্ষের জাতীয় রঙ কী?
উত্তরঃ ভারতবর্ষের জাতীয় রঙ হলো গেরুয়া (Saffron)।