‘টাইটানিক’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ‘জ্যাক ও রোজ’

বিখ্যাত ‘টাইটানিক’ জাহাজকে ডুবে যাওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ছবি

বিখ্যাত ছবি নির্মাতা জেমস ক্যামেরন হলিউডে (Hollywood) অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে ‘টাইটানিক’ (Titanic)। ১৯৯৭ সালে এই ব্যয়বহুল সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজটিকে কেন্দ্র করে।

সেই কয়েকজন সৌভাগ্যবানের মধ্যে একজন ছিলেন রোজ নামের একটি মেয়ে। রোজ নামের মেয়েটি তার ভালোবাসার মানুষ জ্যাকের মৃত্যুর মধ্য দিয়ে তিনি বেঁচে ফিরেছিলেন। সিনেমাটিতে রোজের চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট (Kate Winslet) এবং জাকের ভূমিকায় লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio)

একটি আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানা গেছে টাইটানিক সিনেমায় অভিনয়ের জন্য অভিনেত্রী কেট উইন্সলেট ২ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। এদিকে লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাকের চরিত্রে অভিনয় করার জন্য ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন।

এছাড়াও শোনা গিয়েছিল, সিনেমার লভ্যাংশ থেকেও কিছু পরিমাণ অর্থ নিয়েছিলেন অভিনেতা, যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। তবে রোজের চরিত্রে অভিনয় করার জন্য কেট উইন্সলেটকে অনেক বড় বড় অভিনেত্রীদের সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছিল। শেষমেষ পরিচালক ঝুঁকি নিয়েই উইন্সলেটকে নির্বাচিত করেছিলেন এবং ছবিটি সুপারহিট হয়।

তবে টাইটানিক সিনেমার আগে কেট উইন্সলেট এত জনপ্রিয় ছিলেন না। তবে বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য ৭ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই অনুযায়ী টাইটানিক সিনেমায় খুব কম পরিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু এই সিনেমাটাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। ২০০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত হয় টাইটানিক। ছবিটি মুক্তির পর সিনেমাটি আয় করে ২.২৫৭ বিলিয়ন মার্কিন ডলার।