কীভাবে আবির চ্যাটার্জির গালে ক্ষতচিহ্ন এলো, কোন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি?

আবিরের গালে ক্ষতচিহ্নের রহস্য কী? এতদিন পর নিজেই জানালেন অভিনেতা

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে মেয়েদের ক্রাশ এখন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। নিজের অভিনয়ের গুনে দিয়ে বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিলি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবীরের মতো এরকম ভার্সাটাইল অভিনেতা খুব একটা দেখি যায় না।

তাঁর অভিনীত ব্যোমকেশ, সোনা দা ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। অন্যান্য চরিত্রের চেয়েও বড়পর্দায় আবীরকে সবাই ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi) হিসেবে দেখতেই বেশি পছন্দ করে থাকেন। আবীরের লুক এর ভক্ত অনেকেই। তবে তার ডান গালে একটি কাটা দাগ রয়েছে তা অনেকেই লক্ষ্য করে থাকেন।

যদিও কোনও দিন সেই দাগ লুকানোর চেষ্টা করেননি। তবে এই দাগটি কীসের এবং কীভাবে সেটা এল তা জানার কৌতুহলী দর্শকদের একাংশ। অভিনেতার এই কাটা দাগের রহস্য আজ পর্যন্ত অজানাই ছিল। কিন্তু এবার তা সেই অজানা রহস্যের উদ্ঘাটন করা হল। অর্থাৎ এই কাটা দাগের পিছনে থাকা সত্যি সামনে এল।

আসলে ছোটবেলায় এক দুর্ঘটনার কবলে পরতে হয়েছিল। সেই জন্য এই দাগ চলে এসেছে আবীরের গালে। যদিও দাগটির জন্য আবিরের অলংকার হয়ে দাড়িয়ে। তার ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গিয়েছে, যখন আবির সপ্তম শ্রেণীতে পড়তেন তখন একদিন বৃষ্টির দিনে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় হঠাৎ বিড়াল চলে আসে।

Image

সেই কারণেই তাড়াতাড়ি সাইকেলে ব্রেক দিতে গিয়ে স্লিপ কটে পড়ে গিয়েছিলেন তিনি। তখন সাইকেলের হাতলটা গিয়ে গালে লেগেই এই ক্ষতের সৃষ্টি। তবে এতদিন পরে ক্ষত থেকে সৃষ্টি হওয়ার এই দাগটি যায়নি তার গাল থেকে। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ফাটাফাটি’ (Fatafati)।