GK ক্যুইজ : সবচেয়ে বড় শব্দ কোনটি? বড় বড় পণ্ডিতরাও উচ্চারণ করতে পারেননি

সবচেয়ে বড় শব্দ কোনটি, যা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে!

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, যার মাধ্যমে অজানাকে জানা যায়। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাইহোক এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ২০২৩ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের রয়েছে?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর (Singapore)।

২) প্রশ্নঃ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)।

৩) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ বি আর আম্বেদকর (BR Ambedkar)।

৪) প্রশ্নঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (National Defense Academy) কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুনের খড়কওয়াসলাতে।

৫) প্রশ্নঃ ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Bose) কাকে পরাজিত করেছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন।

৬) প্রশ্নঃ বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বেঙ্গল কেমিক্যালস এণ্ড ফার্মাসিউটিক্যালস হল প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Roy) প্রতিষ্ঠিত ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

৭) প্রশ্নঃ 5G স্পেকট্রাম-এর ‘G’ বলতে কী বোঝায়?
উত্তরঃ জেনারেশন (Generation)।

৮) প্রশ্নঃ www (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) সর্বপ্রথম কে তৈরি করেছিলেন?
উত্তরঃ ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি (Sir Tim Berners-Lee) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

৯) প্রশ্নঃ মানবদেহে ফ্যাট কোথায় সঞ্চিত থাকে?
উত্তরঃ লিভারে।

Image

১০) প্রশ্নঃ সবচেয়ে বড় শব্দ কোনটি?
উত্তরঃ নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস — যার অর্থ শ্বাস-প্রশ্বাসের ধূলিকণার কারণে ফুসফুসের রোগ। আপনার পড়ার সুবিধার্থে এটিকে আলাদা আলাদা করা হলো – Numino Ultra Microscopic Silico Volcano Coniosis