চিতা ও সিংহের মধ্যে এত শত্রুতা কেন? জানেন কে বেশি শক্তিশালী

ভারতবর্ষে শেষবার ১৯৪৭ সালে চিতা দেখা গিয়েছিল। এরপর ১৯৫২ সালে সরকারিভাবে তাদের বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। তবে এখন দীর্ঘদিন পর দেশে আবারো চিতার দেখা মিলবে। এতদিন ভারতীয় জঙ্গলে সিংহ এবং বাঘের মতো বিপদজনক প্রাণী দেখেছি কিন্তু এবার নামিবিয়া থেকে ভারতে আটটি চিতা আনা হয়েছে, যার মধ্যে পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এই চিতাগুলিকে ছেড়ে দেয়। ঠিক এই কারণে প্রায় জায়গায় চিতাবাঘদের নিয়ে আলোচনা হচ্ছে। জঙ্গলে বসবাসকারী সিংহ, বাঘ ও চিতাবাঘ অত্যন্ত শক্তিশালী এবং বিপদজনক। তবে জানেন কি সিংহ চিতাকে তার শত্রু বলে মনে করে।  

Image

পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী হল চিতা, সাধারণত তারা প্রতি ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে ছুটতে পারে। তবে জানেন কি সিংহ ও চিতার মধ্যে লড়াই হলে কে জিতবে? একটি চিতা ও একটি সিংহের মধ্যে যুদ্ধের কারণটি খুবই বিশেষ। সিংহ মনে করে চিতা বেঁচে থাকলে তার শিকার শেষ হবে অন্যদিকে চিতা মনে করে সিংহ বেঁচে থাকলে তাকে অনাহারে থাকতে হবে।

জঙ্গলের রাজা সিংহ খুবই শক্তিশালী এবং সুযোগ পেলে চিতাকেও শিকার করতে ছাড়ে না। বিশেষজ্ঞদের মতে, জঙ্গলে বসবাসকারী উভয় প্রাণী একে অপরকে পছন্দ করেনা। সুযোগ পেলেই তারা আক্রমণ করে বসে। এমন অবস্থায় চিতা ও সিংহের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। 

সিংহ ও চিতা একে অপরকে শত্রু বলে মনে করে। তবে এদিকে হায়েনা সুযোগ পেলে সিংহকে মেরে ফেলে আবার কখনো কখনো সিংহের বাচ্চাগুলোকে মেরে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চিতা বাঘ ও হায়েনাকে মেরে ফেলার পর সিংহ খায় না। সিংহ তাদের হত্যা করে কারণ সে তাদের শত্রু বলে মনে করে।