কখনও ভেবেছেন আমাদের চোখ যদি ক্যামেরা হতো, তাহলে এর মেগাপিক্সেল কত হতো

মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ, কখনও একটু সমস্যা বা ঝাপসা হয়ে গেলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই এই বিশেষ অঙ্গটি খুবই যত্ন নেওয়া উচিত। যাই হোক কখনো ভেবে দেখেছেন যে মানুষের চোখ কত মেগাপিক্সেলের হতে পারে। আসলে আমাদের চোখ ক্যামেরার মত প্রতি মুহূর্তে দৃশ্যগুলি ধারণ করে। এবার জেনে নেওয়া যাক মানুষের চোখ কত মেগাপিক্সেলের।

বর্তমানে কারও মোবাইলে ৪৮ বা ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সেই দিকেই আমাদের বিশেষ নজর থাকে, যাতে একটি সুন্দর ছবি তোলা যায়। এই নিয়ে বন্ধুদের মধ্যে প্রায় শুনতে দেখা যায় কার মোবাইলে কত মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে বা এর থেকেও DSLR এর মতো উন্নত ক্যামেরা রয়েছে কিনা। তবে কখনো ভেবেছেন আমাদের চোখের মেগাপিক্সেল কত হতে পারে?

Image

মানব দেহের যত জটিল, ততই আকর্ষণীয়। আমাদের শরীরের প্রতিটি অঙ্গের নিজস্ব বিশেষত্ব এবং কার্যকারিতা রয়েছে। চোখ আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার অঙ্গগুলির মধ্যে একটি। যাইহোক এই প্রতিবেদনে আমাদের চোখকে ডিজিটাল ক্যামেরা হিসেবে ধরা হয়েছে।

ক্যামেরার সামর্থ্য অনুযায়ী যদি চোখে দেখা যায় তাহলে এটি আমাদের ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখায়। অর্থাৎ মানব চোখ যদি একটি ক্যামেরা হতো তাহলে এর মেগাপিক্সেল হতো ৫৭৬। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের মেগাপিক্সেলও কমে যেতে থাকে।

জানিয়ে রাখি, মানব শরীরের অন্যান্য অংশের মতোই বার্ধক্যের সাথে সাথে চোখের রেটিনাও দুর্বল হতে শুরু করে। যার কারণে বয়স বাড়ার সাথে মানুষ কম দেখতে শুরু করেন যেখানে চোখের মেগাপিক্সেলের পরিবর্তন হয়।