কেএল রাহুলের পরিবর্তে এই তরুণ ক্রিকেটারকে রোহিতের সাথে ওপেন করানো উচিত, প্রস্তাব হরভজনের

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ভারতের হারের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ওই ম্যাচে ভারতের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছিল। এবার হরভজন বলেছেন, দলের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে এখনই সঠিক সময় কেএল রাহুলের পরিবর্তে রোহিতের সাথে ঈশান কিষানকে ওপেন করতে পাঠানো উচিত।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনিং জুটি পাকিস্তানের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়। শাহীন আফ্রীদির প্রথম বলেই রোহিত শর্মা (০) ফিরে যান। এরপর কে এল রাহুল মাত্র ৩ রানে আউট হন। এবার হরভজনের মতে, এখনই সঠিক সময় রোহিত শর্মার সাথে ঈশান কিষাণকে ওপেনিং করানো উচিত। আসলে, ঈশান প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এছাড়া আইপিএলে রোহিতের সাথে বহুবার ওপেন করেছেন।

ইন্ডিয়া টুডে-র একটি সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, “আমি বহুদিন ধরেই বলে আসছি এটাই সঠিক সময় ঈশানকে রোহিত শর্মার সাথে ওপেন করানো দরকার। কোহলি ৩ নম্বরে এবং ৪ নম্বরে কেএল রাহুল আসতে পারেন। এতে ভারতের ৪ নম্বর পর্যন্ত ব্যাটিং লাইনআপ খুবই মজবুত হবে।”

তিনি আরও বলেন, “৫ নম্বরে ঋষভ পন্থ। ৬ নম্বরে হার্দিককে ফিট অবস্থায় পাওয়া না গেলে সূর্যকুমার যাদব আসবেন। ৭ এবং ৮ নম্বরে যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর, যারা বোলিং-ব্যাটিং দুইই পারদর্শী। সম্প্রতি সিএসকে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে আর সেটাকেই ব্যবহার করা উচিত। বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং শামি পরবর্তী তিন খেলোয়াড় হবেন।”

পাকিস্তানের বিপক্ষে হারার পর ভারতীয় দল অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছে। এই প্রসঙ্গে হরভজন সিং বলেন, “ভারতের শুরুটা আরও ভালো হতে পারত। তবে এটিই শেষ যাত্রা নয়। ভারত একটি শক্তিশালী দল তারা জানে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়। আমি নিশ্চিত গত ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে তারা শক্তিশালী হয়ে ফিরে আসবে।”