T20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় একাদশ বেছে নিলেন গৌতম গম্ভীর

আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলটি মুখোমুখি হবে ২৪শে অক্টোবর। আর এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ভারতীয় একাদশ নির্বাচন করেছেন।

Gautam Gambhir on his India career

প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। গম্ভীর জানিয়েছেন তিনি কেএল রাহুল ও রোহিত শর্মাকে ওপেনার হিসাবে বেছে নেবেন। এছাড়া অধিনায়ক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিরাট কোহলি তৃতীয় স্থানে থাকবেন। 

ICC T20I rankings: Rahul better placed than skipper Rohit Sharma

এরপর সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থকে চতুর্থ ও পঞ্চম স্থানে গম্ভীর তাঁর দলে রেখেছেন। পন্থ এখানে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন। হার্দিক পান্ডিয়া ষষ্ঠ স্থানে ও রবীন্দ্র জাদেজা সপ্তম স্থানে নির্বাচিত হন।

3rd ODI: Hardik Pandya, Ravindra Jadeja fifties help India to 302/5 vs  Australia in Canberra

তিনি ৪ জন গুরুত্বপূর্ণ বোলারের বিকল্প হিসেবে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি ও বরুণ চক্রবর্তীকে মনোনীত করেন। গম্ভীর এও বলেন যে শার্দুল ঠাকুর দলে থাকলে তিনি তাকে অষ্টম স্থানে ব্যাট করার জন্য বেছে নিতেন। আসলে শার্দুল ঠাকুর ভারতীয় দলের ১৫ জন সদস্যের মধ্যে নেই।

India vs New Zealand, semi-final World Cup 2019: Stats reveal how Jasprit  Bumrah and Bhuvneshwar Kumar forced Kiwis to set an unwanted record

গম্ভীরের মতে, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে স্পিনাররা ততটা সহায়তা পাবেন না। সেই কারণেই তিনি তিনজন ফাস্ট বোলারকে নির্বাচিত করেছেন। তিনি বিশ্বাস করেন, ভারত এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরও একজন স্পিনার ব্যাবহার করতে পারে।

☞ গৌতম গম্ভীরের মতে সম্ভাব্য ভারতীয় একাদশ:

Virat Kohli Blasts 94 as India Pulls Off Record T20 Chase | Sports |  indiawest.com

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্য কুমার যাদব, ঋষভ পান্থ (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।