টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার; #৩নংটি দেখলে অবাক হবেন

যখনই ছয় বলে ছয় ছক্কার প্রসঙ্গ আসে তখনই যুবরাজ সিংয়ের কথা অবশ্যই মনে আসে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে কিছু ভারতীয় খেলোয়াড়ও এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) রবি শাস্ত্রী:

Pause, rewind, play: This old Ravi Shastri interview shows why confidence  is his middle name

বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, যিনি ১৯৮৫ সালের রঞ্জি ট্রফিতে বরোদা দলের বিপক্ষে টানা ছয় ছক্কা হাঁকিয়ে ছিলেন। প্রথম ইনিংসে নামার সুযোগ না পেয়ে, দ্বিতীয় ইনিংসে তিনি তার ব্যাটিংয়ে আগুন ঝড়িয়ে দেন। শেষ পর্যন্ত রবি শাস্ত্রী ১২৩ বলে ১৩টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০০ রানে অপরাজিত থাকেন। এটিই ছিলো সেই সময়ের দ্রুততম ডাবল সেঞ্চুরি।

২) রবীন্দ্র জাদেজা:

Hidden in plain sight, Ravindra Jadeja the batsman | Cricket - Hindustan  Times

সম্প্রতি রবীন্দ্র জাদেজা ২০২১ আইপিএলের প্রথম পর্বে আরসিবির ফাস্ট বোলার হার্ষাল পাটেলের ওভারে ৩৭ রান নেন। কিন্তু এর আগে ২০১৭ সালে তিনি একটি আন্তঃজেলা টুর্নামেন্টে ওভারে টানা ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই বিধ্বংসী ভারতীয় অলরাউন্ডার ব্যাটসম্যান মাত্র ৬৯ বলে ১০টি ছক্কা ও ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৫৪ রান করেন। 

৩) শার্দুল ঠাকুর:

Ind vs Eng 4th Test: Brilliant Shardul Thakur smashes quickfire fifty, check

এই তালিকায় শার্দুল ঠাকুরকে দেখে অবাক হতে পারেন। তবে সম্প্রতি তার ব্যাটিং পারফরম্যান্স দেখে অনুমান করা যায় তিনিও ব্যাট হাতে যথেষ্ট কার্যকরী। ২০০৬ সালে মুম্বাইয়ের এই তারকা স্বামী বিবেকানন্দ ও এস রাধাকৃষ্ণাণ বিদ্যালয়ের মধ্যে খেলা একটি ম্যাচে তিনি ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ছিলেন। এই ম্যাচে তিনি ৭৩ বলে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ১০টি ছক্কা ও ২০টি বাউন্ডারি।

৪) যুবরাজ সিং:

Find a place for this talent in top 11': Yuvraj Singh in awe of  swashbuckling Indian batsman | Cricket - Hindustan Times

এই তালিকায় একমাত্র খেলোয়াড় যুবরাজ সিং, যিনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এই কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে ১৯তম ওভারে টানা ছয় ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেন। এর পাশাপাশি তার ১২ বলে হাফসেঞ্চুরি রেকর্ডটি আজও অক্ষত রয়েছে। এই ম্যাচে তিনি ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে যোগ্য জবাব দিয়েছিলেন। যুবরাজের এই ইনিংসে সাজানো ছিল ৭টি ছক্কা ও ৩টি বাউন্ডারি।