পাঁচ ভারতীয় ক্রিকেটার যারা একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওপেনিংয়ে বোলিং ও ব্যাটিং করেছেন

ক্রিকেট দলে একজন অলরাউন্ডারের ভূমিকা সবসময়ই বেশি থাকে। কখনো কখনো তারা ব্যাট হাতে জ্বলে ওঠেন অথবা দলের প্রয়োজনে বোলিংয়েও বিশেষ অবদান রাখেন। ভারতীয় ক্রিকেটের কথা বললে এমন কয়েকজন অলরাউন্ডার ছিলেন যারা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন।

আজকের প্রতিবেদনে রয়েছে, যে পাঁচ ভারতীয় ক্রিকেটার ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) রজার বিন্নি:

Born July 19, 1955: Roger Binny, former Indian all-rounder | Cricket News | Zee News

ভারতীয় দলের প্রখ্যাত ক্রিকেটার রজার বিন্নি ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন। এই ভারতীয় অলরাউন্ডার দুইবার ব্যাট হাতে ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ২১ ও ৩১ রান করেন। দুর্ভাগ্যবশত ওই দুটি ম্যাচই ভারতীয় দল হেরে যায়। 

২) মনোজ প্রভাকর:

Manoj Prabhakar Would Not Hits Any Six In His ODI Carrier - 130 मैच, दो शतक, 11 अर्धशतक लेकिन पूरे करियर में एक भी सिक्स नहीं लगा पाया ये भारतीय बल्लेबाज | Patrika News

ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মনোজ প্রভাকর ১৩০টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেছেন। যার মধ্যে ২টি সেঞ্চুরি সহ ১৮৫৫ রান ও ১৫৭টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ৪৫টি ম্যাচে ব্যাট হাতে ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন।

৩) ইরফান পাঠান:

Cricket Tracker Exclusive: Interview with Irfan Pathan

ভারতের দলের অন্যতম সেরা ক্রিকেটার ইরফান পাঠান একজন বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীকালে ব্যাটিংয়েও কার্যসিদ্ধি হন। এই ভারতীয় অলরাউন্ডার ১২০টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে ১৭৩টি উইকেট নিয়েছেন। তবে তিনি একটি ম্যাচে ব্যাট হাতে ওপেনিং করার সুযোগ পান। যদিও ওই ম্যাচটি ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয়।

৪) বীরেন্দ্র শেহবাগ:

Quarantine Edition, Part 2: Five biggest myths heard in cricket

ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে ওপেনিং-এ বল করার সুযোগ পেয়েছিলেন। ওই ম্যাচটি ভারতীয় দল ৭৭ রানে পরাজিত হয়। তিনি ২৫১টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে ১৫টি সেঞ্চুরিসহ ৮ হাজারেরও বেশি রান করেছেন। এছাড়া পার্ট টাইমার স্পিনার হিসেবে তার ঝুলিতে রয়েছে ৯৬টি উইকেট।

৫) কপিল দেব:

On This Day: Kapil Dev played one of the finest ODI knocks of all-time with his unbeaten 175 in 1983 WC - myKhel

সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। জাতীয় দলের হয়ে তিনি মোট ২২৫টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচের ৩৭৮৩ রান সহ ২৫৩টি উইকেট নিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপে তিনি ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে তিনি ১০ রান করেন এবং ভারতীয় দল বৃষ্টির কারণে জয়ী হয়েছিল।