পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, একজনের সাথে দু’বার

ক্রিকেটাররা তাদের খেলার মাধ্যমে যশ-খ্যাতি ও প্রচুর অর্থ লাভ করে থাকেন। তাই তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আমাদের নানান কৌতুহল থাকে। ডিভোর্স হওয়া অত্যন্ত দুঃখজনক ব্যাপার। যদিও কেউ কেউ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। 

সম্প্রতি ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদ হয়। প্রায় ১০ বছর একসাথে থাকার পরে তার স্ত্রী আয়েশা মুখার্জী তাদের বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। তবে আজকের প্রতিবেদনে এমন ৫ ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) মোহাম্মদ আজহারউদ্দিন:

Before watching Emraan Hashmi romance Nargis Fakhri on Friday, here's what  you should know about the real Azhar and Sangeeta Bijlani love story! -  Bollywood News & Gossip, Movie Reviews, Trailers &

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন প্রথমে তিনি নওরিনকে বিয়ে করেছিলেন। এরপর অভিনেত্রী সঙ্গীতা বিজলানি সাথের বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর সঙ্গীতাকে বিয়ে করেছিলেন। যদিও তার দ্বিতীয় বিয়েটিও বেশিদিন টেকেনি। তার আগেই ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে আজহারউদ্দিনের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়।

২) জাভাগাল শ্রীনাথ:

Page 3 - 5 Indian cricketers who married twice

ভারতীয় দলের দুর্দান্ত ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথেরও দ্বিতীয়বার বিয়ে। প্রথমে তিনি জ্যোৎস্নাকে বিয়ে করেছিলেন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তাদের ডিভোর্স হয়। এরপর মাধবী পত্রাভালি নামে এক সাংবাদিককে বিয়ে করেছিলেন। জানিয়ে রাখি, ২০০৩ বিশ্বকাপে ভারতের টানা আটটি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

৩) বিনোদ কাম্বলি:

Vinod Kambli and wife Andrea reveal what led to ugly scuffle at Mumbai mall  - Sports News

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির জীবনে বিতর্ক কখনো পিছু ছাড়েনি। তিনি কোনও না কোনও সময়ে বিতর্কে জড়িয়েছেন। ১৯৯৮ সালে নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন এরপর ব্যক্তিগত সমস্যার কারণে তাকে ডিভোর্স দিয়ে মডেল অ্যান্ড্রয়া হিউটকে বিয়ে করেন। এই বাঁহাতি ব্যাটসম্যান অনেক বড় খেলোয়াড় হয়ে উঠতে পারতেন কিন্তু তার জীবনের নানান বিতর্কগুলি কাল হয়ে দাঁড়ায়।

৪) দীনেশ কার্তিক:

Dinesh Karthik backs wife Dipika Pallikal's gold quest in Commonwealth  Games - myKhel

দীনেশ কার্তিক তার বাল্যকালের বান্ধবী নিকিতাকে ২০০৭ সালে বিয়ে করেন। এর কয়েক বছর পর তার স্ত্রীর আরেক ক্রিকেটার মুরলী বিজয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। এ কথা জানতে পেরে দীনেশ কার্তিক বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এর পর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন বর্তমান ভারতীয় দলের এই ক্রিকেটার। জানি রাখে দীনেশ এর বর্তমান স্ত্রী দিপিকা পল্লিকাল একজন জাতীয় স্তরের স্কোয়াশ খেলোয়াড়।

৫) শিখর ধাওয়ান:

Shikhar Dhawan pens down heartwarming post for wife Ayesha | Cricket News –  India TV

বিগত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি। ঠিক সেই সময়ে তার স্ত্রী আয়েশা মুখার্জির সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রসঙ্গত তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার ২০১৩ এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুবার গোল্ডেন ব্যাট অর্জন করেছেন।