আপনার পরিচয় পত্র দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে না তো? কিভাবে জানবেন

এখন প্রতিটি মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড যুক্ত। তাই যে কোনও কাজ করতে গেলে প্রথমেই নোটিফিকেশনটা আপনার মোবাইল আসে। জানিয়ে রাখি, একটা আধার নম্বর ব্যবহার করে মোট ১৮টি সিম কার্ড তোলা যায়। তাই আপনার আধার কার্ডের জেরক্স কপি চুরি করে অন্য কেউ সিম কার্ড তোলেনি তো?

সিম কার্ড নিয়ে জালিয়াতির শেষ নেই, তাই এমন অনেক মানুষ চারিধারে ঘুরে বেড়াচ্ছে। যারা অন্যের আধার কার্ড ব্যবহার করে সিমকার্ড তুলছে। তাই সন্দেহ হলে অবশ্যই জেনে রাখুন যে আপনার আধার নম্বরটি সুরক্ষিত রয়েছে কিনা। এর জন্য কোন কম্পিউটার লাগবে না, আপনি সহজেই স্মার্টফোন থেকেও জেনে নিতে পারবেন। 

Buy New Sim Card Without Aadhar Card - खुशखबरी: 1 मई से बिना आधार कार्ड के  खरीद सकेंगे नया SIM कार्ड | Patrika News

☞ কিভাবে জানবেন আপনার আধার নম্বর দিয়ে সুরক্ষিত রয়েছে কিনা?

১) প্রথমেই আপনাকে সরকারি ওয়েবসাইট UIDAI-এ গিয়ে Aadhar service > Aadhaar authentication history-তে যেতে হবে।

২) এরপর সঠিক জায়গায় আপনাকে আপনার আধার নম্বরের ১২ অঙ্কের সংখ্যাটি সঠিকভাবে দিতে হবে। এর পর ক্যাপচা পূরণ করবেন।

৩) এরপর OTP Generate অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি দিতে হবে।

৪) এরপর একটি নতুন পেজ খুলে যাবে সেখানে authentication type number of record এবং OTP আরও একবার দিতে হবে।

৫) এরপর ড্রপডাউন মেনু থাকবে সেখান থেকে ALL অপশনটি বেছে নিন।

৮) এবার যদি দেখতে পান আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিমকার্ড তুলে থাকে তাহলে অবশ্যই ওই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করুন।