টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়লাভ করে ভারতীয় দল আর দুই টেস্টে মোট ১৪টি উইকেট ও ৭০ রান করে নিয়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। এই নিয়ে তিনি ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৯ বার প্লেয়ার অফ দ্যা সিরিজ হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে পাঁচ ভারতীয় খেলোয়াড় টেস্টে সর্বাধিকবার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) রবীচন্দ্রন অশ্বিন: ৯ বার

Ravichandran Ashwin Deserves Better Pitches Than the Ones India Has Produced

গত কয়েক বছর টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন রবীচন্দ্রন অশ্বিন, যে কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নির্বাচিত হন। টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেট (৪২৭) শিকারী হওয়ার পাশাপাশি তার নামে ৫টি সেঞ্চুরিও রয়েছে। এখনও পর্যন্ত তিনি ৩৩টি টেস্ট সিরিজে মোট ৯ বার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন।

২) বীরেন্দ্র শেহবাগ: ৫ বার

Virender Sehwag would've crossed 10,000 Test runs if he played for another country” Rashid Latif

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে বীরেন্দ্র শেহবাগ এক উজ্জ্বল নক্ষত্র। টেস্ট ক্যারিয়ারে তার দুবার ট্রিপল সেঞ্চুরি রয়েছে; যা অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। পরিসংখ্যানের কথা বললে, শেহবাগ ৩৯টি টেস্ট সিরিজে মোট ৫ বার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন। 

৩) শচীন টেন্ডুলকার: ৫ বার 

Mumbai's Wankhede Stadium to host Sachin Tendulkar's farewell Test - Indian Express

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কয়েকটি রেকর্ড শচীন টেন্ডুলকারের নামে রয়েছে যেগুলো হয়ত কারোর পক্ষেই ভাঙ্গা সম্ভব নয়। তিনি সর্বোচ্চ টেস্ট, রান ও সেঞ্চুরির দিক দিয়ে সবার শীর্ষে রয়েছেন। এবার পরিসংখ্যানের কথা বললে, শচীন ৭৪টি টেস্ট সিরিজে মোট ৫ বার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন।

৪) কপিল দেব: ৪ বার

Kapil Dev says he was better athlete than Richard Hadlee, Ian Botham and Imran Khan - myKhel

বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য হন। তিনি টেস্ট ক্রিকেটে ৪৩৪ উইকেট সহ পাঁচ হাজারেরও বেশি রান করেছেন। পরিসংখ্যানের কথা বললে, কপিল দেব ৩৮টি টেস্ট সিরিজে মোট ৪ বার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন।

৫) হরভজন সিং: ৪ বার

Harbhajan Singh reveals his all-time best Test playing XI

ভারতীয় দলের হয়ে একমাত্র স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক নিয়েছেন হরভজন সিং। তিনি ৪১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, হরভজন ৪৭টি টেস্ট সিরিজে মোট ৪ বার ম্যান অব দ্যা সিরিজ হন। এছাড়াও অনিল কুম্বলে (৫১ টেস্ট সিরিজ) ও রাহুল দ্রাবিড় (৬০ টেস্ট সিরিজ) ৪ বার করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন।