একই টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যে ৪ ভারতীয় বোলার

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে দুই ইনিংসে সমান পারফরম্যান্স করা বোলারদের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। মোট ১৪ উইকেট নিয়ে তিনি বিশেষ কৃতিত্ব অর্জন করেন। এদিকে ভারতীয় ক্রিকেটের কথা বললে যারা টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন, এই প্রতিবেদনে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে:-

১) নরেন্দ্র হিরওয়ানি: ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি অভিষেক করেন এবং তার প্রথম টেস্ট ম্যাচটি কোন স্বপ্ন পূরণের চেয়ে কম নয়। ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংসেই তিনি ৮টি করে মোট ১৬টি উইকেট নিয়েছিলেন। এতে ভারতীয় দল ২৫৫ রানে জয়লাভ করে। কয়েক দশক পেরিয়ে গেলেও এই রেকর্ডটি ভারতীয় বোলারদের কাছে অধরা রয়েছে।

The Chennai marauder | Cricket | ESPNcricinfo.com

২) হরভজন সিং: ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ভারতীয় অফ স্পিনার হরভজন সিং দুই ইনিংসে মোট ১৫টি উইকেট নিয়েছিলেন। তিনি প্রথম ইনিংসে ১৩৩ রান দিয়ে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন, যা এটিই তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। শেষমেষ ভারতীয় দল দুই উইকেটে জয়লাভ করে।

WATCH- Harbhajan Singh puts 2001 Test series win over Australia at par with  the 2011 World Cup victory

৩) জাসুভাই প্যাটেল: ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ভারতীয় অফ স্পিনার জাসুভাই প্যাটেল দুই ইনিংসে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে তিনি ৬৯ রান দিয়ে ৯ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের জেরে অস্ট্রেলিয়া দল ১১৯ রানের ব্যবধানে পরাজিত হয়।

CS Flashback: The Miracle at Kanpur – Unheralded Jasu Patel spins India to  her first Test victory against Australia | CricketSoccer

৪) অনিল কুম্বলে: ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে দুই ইনিংসে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে তিনি ৭৫ রান দিয়ে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের বিনিময়ে গোটা পাকিস্তানি দলকে অলআউট করেন অর্থাৎ দ্বিতীয় বোলার হিসেবে একটি ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। কুম্বলের দুরন্ত পারফরম্যান্সে ভারতীয় দল ২১২ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।

Watch: On this day in 1999, Anil Kumble took 10 wickets in an innings  against Pakistan